ঢাকা
৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৯:২৪
logo
প্রকাশিত : নভেম্বর ৯, ২০২৪

অস্থির স্বর্ণের বাজার, ২ ধাপে কমার পর বাড়ল অবিশ্বাস্যভাবে

স্বর্ণের বাজার বাংলাদেশসহ বিশ্বব্যাপী ফের অস্থির হয়ে উঠেছে। শুধুমাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে আউন্সপ্রতি দর ১০০ ডলারের বেশি পতনের পর মূল্যবান ধাতুটি আবারও চড়া দামের পথে উঠে এসেছে।

সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে প্রতি আউন্সে ২৫ ডলার বেড়ে হয়েছে ২ হাজার ৬৯৫ ডলার। এই অল্প সময়ের মধ্যে মূল্যবান ধাতুটি তার উর্ধ্বগতির প্রবণতায় অনেকাংশে ফিরে গেছে।

এখন আমিরাতে ২২ ক্যারেট মানের স্বর্ণের দাম গ্রামপ্রতি ৩০২ দিরহাম হয়েছে যা ৬ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনার সময় ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক জয়ের সুস্পষ্ট ইঙ্গিত পাওয়ার পরপরই ৩০০ দিরহামের নিচে নেমে যায়। রিপাবলিকান ট্রাম্পের জয়ের আভাসে শক্তিশালী হয়ে উঠতে থাকে মার্কিন মুদ্রা ডলার। এর ফলে মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই ধাপে দর হারায় স্বর্ণ। খবর গালফ নিউজের।

এর আগে, ৩০ অক্টোবর আমিরাতে ২২ ক্যারেট স্বর্ণের সর্বোচ্চ দর ছিল ৩১১ দশমিক ২৫ দিরহাম। সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে স্বর্ণের দর আবারো উর্ধ্বমুখী হয় এবং ২,৬৮৭ ডলারে উঠে আসে।

গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর), স্বর্ণের দাম আউন্সপ্রতি রেকর্ড পরিমাণ ৮০ ডলার কমে হয়ে যায় ২,৬৬০ ডলার। পূর্বাভাস দেয়া হয়েছিল যে, স্বর্ণ আরও কমে ২,৬০০ ডলারের স্তরে নেমে যাবে। তারপর এটি আবার ঊর্ধ্বমুখী হবে।

তাই শুক্রবারের উত্থানটি ছিল কিছুটা চমকপ্রদ। ক্রেতাদের জন্য স্বর্ণের দামে এত অস্থিরতা মোটেও ভালো ছিল না। তারা যে স্থিতিশীলতা খুঁজছেন, সেটি তাদের স্বর্ণ ক্রয়ের সিদ্ধান্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর এ সপ্তাহে তাদের কাছে তেমন কিছুই ছিল না।

বাজার বিশ্লেষকরা বলছেন যে, আজকের স্বর্ণের উত্থান সম্ভবত মার্কিন ফেডারেল রিজার্ভের শূন্য দশমিক ২৫ শতাংশ সুদের হার কমানোর প্রতিক্রিয়া হতে পারে, এবং যুক্তরাষ্ট্র সামনের দিনগুলোতে দর আরও কমানোর ইঙ্গিত দিয়েছে।

দুই দফায় কমলো দেশে স্বর্ণের দাম: দেশের বাজারে টানা দুইবার স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা ২ দফায় ভরিতে মোট দাম কমানো হয়েছে ৪ হাজার ৮১৮ টাকা।

সবশেষ গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) স্বর্ণের দাম কমিয়েছে বাজুস। এবার ভরিতে ৩ হাজার ৪৫৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। শুক্রবার (৮ নভেম্বর) থেকে কার্যকর হবে এ দাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ এক লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ এক লাখ ১৩ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৯৩ হাজার ৬০৫ টাকায় বিক্রি করা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram