নির্বাচনে রাজনৈতিক দলই হচ্ছে আসল খেলোয়াড়। কমিশনের কাজ হচ্ছে নির্বাচনের মাঠ লেভেল করে দেয়া। সেখানে কমিশন থাকবে রেফারির ভূমিকায়। আর নির্বাচনে কারা আসবে বা আসবে না তার ফয়সালা হবে আইনি লড়াইয়ে নতুবা রাজনীতির মাঠে। নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা বলার সময় এখনো আসেনি। তবে ন্যূনতম সংস্কার শেষ করেই নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।
মানুষ মুখিয়ে আছে ভোটের জন্য। বিগত পনের/ষোল বছর মানুষ ভোট দিতে পারেনি। আর আমাদের আস্থার জায়গা হচ্ছে, রাজনৈতিক দালগুলোর সুষ্ঠু নির্বাচনের জন্য দীর্ঘ লড়াই। সুবিধার দিক হচ্ছে, এখন কোনো রাজনৈতিক দল সরকারে নেই। কাজেই আমাদের পক্ষেই সম্ভব একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দৃষ্টান্ত স্থাপনের। এ এম এম নাসির উদ্দীন সিইসি হিসেবে শপথ নেয়ার পর প্রথম মুখোমুখি হন ‘জনতার চোখ’-এর। দীর্ঘ সাক্ষাৎকারে তিনি নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনার দিক তুলে ধরেন। হেমন্তের পড়ন্ত বিকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে সিইসি’র দেয়া সেই সাক্ষাৎকারের বিস্তারিত পড়ুন ‘জনতার চোখ’-এ।