আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষা ও উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার ওসি ইদ্রিসুর রহমান, সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জি, দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সাধারন সম্পাদক ইমদাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বাশার, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কেএম রেজাউল করিম, দেবহাটা আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অজয় কুমার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দ্রকান্ত মল্লিক প্রমুখ।
সভায় আসন্ন দূর্গা পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করতে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, নিজস্ব স্বেচ্ছাসেবক গঠনসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এবছর উপজেলায় ২১ টি মণ্ডপে পূজা উদযাপিত হবে বলে সভায় জানানো হয়। সভায় উপজেলার সকল পূজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।