ঢাকা
৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১:১৬
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৭, ২০২৪
আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৪
প্রকাশিত : সেপ্টেম্বর ২৭, ২০২৪

কুমিল্লায় নৌকা আদলের ভাঙ্গা মঞ্চ নিয়ে দ্বিধা দ্বন্দ্বে জেলা পুলিশ

শাহাজাদা এমরান, কুমিল্লা: কুমিল্লার ইতিহাসে সবচেয়ে দলদাস পুলিশ সুপার হিসেবে পরিচিত ছিল নুরুল ইসলাম। আওয়ামীলীগ বিরোধী যে কোন দল এবং মতকে তিনি কঠোর হস্তে দমনে পারদর্শী ছিলেন। প্রজাতন্ত্রের কর্মচারি হয়ে, সরকারি অফিসে বসে তিনি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের চাইতে বেশি সময় দিতেন রাজনীতিতে। এমনকি চাপাইনবাবগঞ্জে তার ভাই উপজেলা চেয়ারম্যান নির্বাচন করলে তিনি কুমিল্লা পুলিশ সুপার বাসভবনে জেলা প্রশাসক আবুল ফজল মীরকে সাথে নিয়ে কুমিল্লাস্থ চাপাইনবাবগঞ্জের মানুষদের নিয়ে নির্বাচনী সভা করে নৌকায় ভোট চান। এই নুরুল ইসলাম এসপিই সরকারকে খুশি করতে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয় করে কুমিল্লা পুলিশ লাইন্সে নৌকার আদলে তৈরি করেন মঞ্চ।

গত ৫ আগস্ট পতিত স্বৈরাচার হাসিনার পতন হলে এই মঞ্চের আংশিক ভাংচুর করে বিক্ষুদ্ধ জনতা। ফলে নৌকার আদলের ভাঙ্গা মঞ্চ নিয়ে দ্বিধা দ্বন্দ্বে রয়েছে জেলা পুলিশ । জেলা পুলিশ এই দলীয় প্রতীক সম্বলিত মঞ্চ না পারছে ভাঙ্গতে আবার না পারছে সংস্কার করতে। তবে কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউছুফ মোল্লা টিপু বলেছেন, আমরা আর কিছু দিন অপেক্ষা করব। পুলিশ যদি এটা না ভাঙ্গে তাহলে আমরাই ভেঙ্গে দিব।

জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সোয়া কোটি টাকা ব্যয়ে ১০০ ফুট দৈর্ঘ্যের নৌকা আদলে মঞ্চ তৈরি করে আলোচনায় এসেছিলেন কুমিল্লার তৎকালীন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। এই নুরুল ইসলামকে কুমিল্লার কলঙ্কিত পুলিশ সুপার হিসেবেও অভিহিত করে কুমিল্লার বিক্ষুদ্ধ জনতা।

জানা যায়, কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে ২০২১ সালের ১ জানুয়ারি উদ্বোধন করা স্থাপত্যটির নাম দেওয়া হয় বঙ্গবন্ধু মঞ্চ– ‘তরণী’। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন বিক্ষুব্ধ জনতা পুলিশ লাইন্সে ঢুকে মঞ্চটিতে ব্যাপক ভাঙচুর চালায়। ভেঙে ফেলা হয় এর দুই প্রান্তসহ শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও ৭ মার্চ ভাষণের ম্যুরাল। আলোচিত মঞ্চটি এখন পুলিশের ‘গলার কাঁটা’। এটি অপসারণ করা হবে, নাকি সংস্কার করা হবে– তা নিয়ে সুনির্দিষ্ট বক্তব্য দেয়নি জেলা পুলিশ। তবে এ নিয়ে জেলা পুলিশ একটি তদন্ত কমিটি করেছে বলে জানিয়েছেন বর্তমান পুলিশ সুপার।

কুমিল্লার নবাগত পুলিশ সুপার আসফিকুজ্জামান আকতার বলেন, মঞ্চটির বিষয়ে সম্প্রতি একটি তদন্ত কমিটি করা হয়েছে। তারা প্রতিবেদন দিলে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে মঞ্চটির ভবিষ্যৎ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এখনই এ নিয়ে বেশি কিছু বলা সম্ভব নয়।

পুলিশ সুপারের কার্যালয় থেকে জানা যায়, পুলিশ লাইন্স প্যারেড মাঠে মঞ্চটির নির্মাণকাজ ২০২০ সালের মার্চে শুরু হয়ে শেষ হয় ডিসেম্বরে। ব্যয় হয় ১ কোটি ২৫ লাখ টাকা। ২০২১ সালের ১ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কুমিল্লার এসপি সৈয়দ নুরুল ইসলাম ২০২২ সালের অক্টোবরে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ পান। আওয়ামী লীগ সরকারের পতনের দিন পর্যন্ত ওই দায়িত্বে ছিলেন। সম্প্রতি তাঁকে ওএসডি করা হয়েছে।

সরেজমিন পুলিশ লাইন্স মাঠে দেখা যায়, নৌকাটির বাঁয়ে শেখ মুজিবুর রহমানের এবং ডানে দুই মাঝির ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। পেছনের অংশে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ম্যুরালটির কিছুই অবশিষ্ট নেই। নৌকার দু’পাশে সাজঘর দুটি পুড়িয়ে দেওয়া হয়েছে। দেয়ালগুলোতে পোড়া ক্ষত। নৌকাটির পেছনে উদ্বোধনী স্মৃতিস্তম্ভটি ঢেকে দেওয়া হয়েছে চটের বস্তা দিয়ে। জনতা নতুন করে নাম লিখে দিয়েছে ‘স্বাধীন বাংলা মঞ্চ’।

পুলিশ জানায়, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের দিন একদল লোক পুলিশ লাইন্সে ঢুকে হাতুড়ি ও শাবল দিয়ে মঞ্চটিতে ব্যাপক ভাঙচুর চালায়। তারা পুলিশ লাইন্সের ভেতর ভাঙচুরের পাশাপাশি অস্ত্র ও পুলিশের রেশন লুটপাট করে। আগুন দেয় অনেক যানবাহনে।

এদিকে উদ্বোধনের সময় মঞ্চটির নির্মাণশৈলী দেখে সে সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রশংসা করলেও নগরবাসীসহ পুলিশের কেউ কেউ নেতিবাচক মন্তব্যও করেছিলেন। তবে এখন আংশিক ভেঙে ফেলা মঞ্চটির ভবিষ্যৎ নিয়ে পুলিশের দায়িত্বশীল কেউ মন্তব্য করতে রাজি হননি।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক কর্মকর্তা বলেন, নৌকার আদলে পুলিশ লাইন্সের ভেতরে সোয়া কোটি টাকা ব্যয় করে মঞ্চটি তৈরি করা ঠিক হয়নি। এখন দ্রুত অপসারণ করা উচিত।

মঞ্চটিতে যা ছিল : ১০০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থের নৌকাটির মাঝে ছিল ৪০ ফুট দৈর্ঘ্য ও ২৮ ফুট প্রস্থের একটি আধুনিক মঞ্চ। এর দু’পাশে শীতাতপ নিয়ন্ত্রিত দুটি গ্রিনরুম। ওপরে সুবিন্যস্ত মেটালিক শেড ও ট্রাস। ছিল বাংলাদেশের মানচিত্রখচিত প্রথম পতাকার আদলে ১৬ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের নৌকার পাল। ১২ ফুট উচ্চতার বঙ্গবন্ধুর এবং দুই মাঝির ভাস্কর্যও তৈরি করা হয়। এ ছাড়া মঞ্চের পেছনে স্থপতি মৃনাল হকের তৈরি ২৩ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রস্থের ম্যুরালে ছিল ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের দৃশ্য। নানা রঙের আলোকসজ্জার ব্যবস্থাও ছিল এতে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram