ঢাকা
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
বিকাল ৩:২০
logo
প্রকাশিত : অক্টোবর ১৭, ২০২৪

এবার গাজায় যুদ্ধবিরতির আহ্বান ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রীর

ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেছেন, গাজায় যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে এবং ইসরাইলি জিম্মিদের ফিরিয়ে আনার নিশ্চয়তা দিতে হবে। এভাবে যুদ্ধ চলতে থাকলে উভয় পক্ষ বড় ক্ষতির মুখে পড়বে। এজন্য দীর্ঘস্থায়ী প্রভাব রোধ করতে একটি যুদ্ধবিরতি কার্যকর করতে হবে।

মঙ্গলবার আল-আরাবিয়া নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান।

ওলমার্ট বলেন, গাজায় হামাসের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে দূর্বল হয়ে পড়েছে। এই যুদ্ধে নিরপরাধ ইসরাইলি এবং ফিলিস্তিনি বেসামরিক অনেক মানুষের মৃত্যু ঘটাবে এবং জিম্মিদের বাঁচানোর পরিবর্তে হত্যার ঝুঁকি আরও বাড়বে।

এর আগে জিএনটিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের এখনই যুদ্ধ বন্ধ করা উচিত। হামাসের সঙ্গে চুক্তি করে আমাদের সব জিম্মিকে ফিরিয়ে আনা উচিত এবং আমাদের গাজা থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করা উচিত।

ওলমার্ট বর্তমান পরিস্থিতির আরও স্থায়ী সমাধান খুঁজতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং অন্যান্য আরব দেশগুলোকে সহযোগিতা করতে ইসরাইলি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, সৌদি আরব, আমিরাত, মিশর এবং বাহরাইনসহ মধ্যপন্থি আরব দেশগুলোর সেনাদের নিয়ে একটি ফিলিস্তিনি বাহিনী মোতায়েন করা উচিত, যেটি হামাসের যেকোনো প্রভাবশালী দেশে ফিরে আসা ঠেকাতে ইসরাইলিদের আদেশের পরিবর্তে সংঘটিত হবে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সর্বশেষ এই হামলার পর গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪২ হাজার ৪০৯ জন। এছাড়া ইসরাইলি বাহিনী অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত মোট আহত হয়েছেন ৯৯ হাজার ১৫৩ জন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে এক হাজার ২০০ জনকে হত্যা করে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। সেইসঙ্গে ২৪২ জনকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে আসে তারা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram