ঢাকা
১৯শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
দুপুর ২:৩৫
logo
প্রকাশিত : অক্টোবর ১৯, ২০২৪

প্রতিবেশি দেশে হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে

হিন্দুরা অত্যন্ত সহনশীল তাই বারবার হিন্দুদের ওপর হামলা চালানো হয়। সম্প্রতিক সময়ে প্রতিবেশি দেশগুলোতে হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে। এমন অভিযোগ তুলেছেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়।

শুক্রবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

সুনির্দিষ্টভাবে কোনো দেশের নাম না নিয়ে, ধনকড় হিন্দুদের ‘মানবিক সঙ্কটের’ দিকে আরও বেশি মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘দেখুন আমাদের ধর্মীয় স্থানগুলোকে অবমানননা করা হচ্ছে…এই ধরনের সীমালঙ্ঘনের প্রতি খুব বেশি সহনশীল হওয়া উপযুক্ত নয়।’

প্রতিবেদনে আরো বলা হয়, শুক্রবার জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জগদীপ ধনকড়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘আজ প্রতিবেশী দেশের হিন্দুরা আক্রান্ত। এই ঘটনা দেখেও তথাকথিত নীতি শিক্ষকরা মুখ ও বধির হয়ে রয়েছেন।’

ধনকড় আরও বলেন, ‘যা চলছে তা মানবাধিকারের সম্পূর্ণ বিরোধী। এদিকে আমরাও অত্যন্ত সহনশীল। এতটা সহ্য করে যাওয়াও ঠিক নয়। একবার ভেবে দেখুন ওখানে যা চলছে তার শিকার যদি আপনি হতেন?’

মানবাধিকার কোনো দেশের মধ্যকার দিপাক্ষিক সম্পর্কের হাতিয়ার হতে পারে না বলে মনে করেন ভারতীয় উপরাষ্ট্রপতি। তার মতে, আপনিই প্রচার করবেন, যা আপনি নিজে অনুশীলন করেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমাদের স্কুল ব্যবস্থার দিকে তাকান। আমাদের এখানে এমন গােলাগুলির কোনো ঘটনা নেই। কিছু দেশ খুব উন্নত বলে দাবি করে, অথচ সেখানে নিয়মিতভাবে হয়’।

ভারতে ধর্মীয় স্বাধীনতা কমে আসছে বলে দাবি করেছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রসহ মানবাধিকার বিশেষজ্ঞরা দাবি করে আসছে, ভারতে ধর্মীয় স্বাধীনতা ক্রমশ খর্ব হচ্ছে। যত দিন যাচ্ছে, ভারতে জনগণের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে।

এ নিয়ে ধনকড় বলেন, ‘এমন কিছু অশুভ শক্তি রয়েছে যারা সর্বদা চেষ্টা করছে ভারতকে কালিমা লেপন করার। তারা আমাদের দেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলে। কিন্তু ভারত মানবাধিকার ইস্যুতে তাদের কাছ থেকে কোনও জ্ঞান নেবে না।’

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram