ঢাকা
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ৮:২৯
logo
প্রকাশিত : অক্টোবর ৩১, ২০২৪

ইসরায়েলের সাংস্কৃতিক সংস্থাগুলোকে বয়কট করলেন বিশ্বের শীর্ষস্থানীয় ১০০০ লেখক

বিশ্বের শীর্ষস্থানীয় এক হাজার লেখক এক বিবৃতিতে ইহুদিবাদী ইসরায়েলের সাংস্কৃতিক সংস্থাগুলোকে সহযোগিতা করবেন না বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। তারা বলেছেন, ইহুদিবাদী সরকার ফিলিস্তিনি জনগণের ওপর যে দমনপীড়ন ও গণহত্যা চালিয়ে আসছে তাতে সহযোগিতা করছে এসব সাংস্কৃতিক সংস্থা।

তাদের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি এসব সংগঠনকে সহযোগিতা করলে প্রকারান্তরে তেল আবিবের বৈষম্যমূলক নীতি বাস্তবায়নে সহযোগিতা করা হবে, যার ফলে ইসরায়েল তার গণহত্যা, দখলদারিত্ব ও বর্ণবাদী আচরণকে ব্যাখ্যা করার সুযোগ পাবে।

পার্সটুডের রিপোর্ট অনুসারে, ওই এক হাজার লেখকের মধ্যে উল্লেখযোগ্য তিনজন হলেন স্যালি রুনি, রাচেল কুশনার, ও অরুন্ধতি রায়। তারা তাদের বিবৃতিতে এই মর্মে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন যে, ইসরায়েলি প্রকাশনা সংস্থাগুলোকে কোনো বই প্রকাশ করতে দেবেন না, তাদের কোনো বই প্রকাশনা উৎসবে অংশগ্রহণ করবেন না এবং ইসরায়েলের কোনো বইমেলায়ও তারা যাবেন না।

আয়ারল্যান্ডের প্রখ্যাত কবি ও চিত্রনাট্য লেখক স্যালি রুনির প্রথম উপন্যাস ‘টক টু ফ্রেন্ডস’ ২০১৭ সালে প্রকাশিত হয়। তবে তিনি পাঠকদের কাছে ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেন ২০১৮ সালে তার ‘অর্ডিনারি পিপল’ বইটি প্রকাশের পর।

স্যালি রুনি বহু বছর যাবত ফিলিস্তিনিদের অধিকার আদায়ের আন্দোলনকে সমর্থন করে আসছেন। একটি ইসরায়েলি প্রকাশনা সংস্থা ২০২১ সালে তার তৃতীয় উপন্যাস ‘বিউটিফুল ওয়ার্ল্ড’ হিব্রু ভাষায় অনুবাদ করে প্রকাশ করতে চেয়েছিল। কিন্তু রুনি ওই সংস্থাকে সে অনুমতি দেননি।

স্যালি রুনি চলতি বছরের গোড়ার দিকে ‘পেন পিন্টার’ পুরস্কার জেতার পর ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানান। তিনি নিজের পুরস্কারের সব অর্থ ফিলিস্তিনি শিশুদের সাহায্যার্থে গঠিত ফান্ডে দান করে দেন।

বিশ্বের প্রখ্যাত লেখকদের বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক আইনে ফিলিস্তিনিদের জন্য যে সুস্পষ্ট অধিকার লিপিবদ্ধ রয়েছে তাকে যেসব প্রতিষ্ঠান স্বীকৃতি দেয় না সেসব প্রতিষ্ঠান বয়কটের তালিকায় থাকবে।

বিবৃতিতে বলা হয়, অতীতে দক্ষিণ আফ্রিকার বহু বর্ণবাদবিরোধী লেখক একই রকম অবস্থান গ্রহণ করেছিলেন; কারণ, বর্ণবাদী আচরণ ও লাখ লাখ মানুষকে শরণার্থীতে পরিণত করার বিষয়টি কোনো সুস্থ বিবেকসম্পন্ন মানুষ মেনে নিতে পারেন না।

সূত্র : পার্সটুডে, দ্য গার্ডিয়ান

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram