সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভয়াবহ ভরাডুবি দেখতে হয়েছে পাকিস্তানকে। বোর্ড প্রধান মহসিন নাকভি বিশ্বকাপ চলাকালেই জানিয়েছিলেন বড় অস্ত্রোপচার চালাবেন তিনি। যার শুরুটা হয়েছে দলের দুই নির্বাচক আব্দুল রাজ্জাক ও ওয়াহাব রিয়াজকে বরখাস্ত করার মধ্যে দিয়ে। যা নিয়েই এবার পিসিবিকে খোঁচা দিয়েছেন রাজ্জাক।
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতেছে ভারত। শিরোপা জয়ের পর তাদের ১২৫ কোটি রুপি বোনাস দিয়েছে বিসিসিআই। পিসিবির পক্ষ থেকে ক্রিকেটারদের এমন কোনো ঘোষণা দেওয়া হয়েছিল কিনা। কিংবা ভারতে হারাতে পারলে কোনো পুরস্কারের ঘোষণা দিয়েছিল কিনা বোর্ড; রাজ্জাককে পেয়ে টিভি শোতে এমন প্রশ্ন করেন দেশটির সাবেক পেসার সিকান্দার বখত। যার উত্তর দিতে গিয়েই পিসিবিকে খোঁচা দিয়েছেন রাজ্জাক।
দলের সঙ্গে কাজ করা রাজ্জাকের কাছে বখত জানতে চান, ‘দল পিসিবি থেকে কোন সমর্থন বা বার্তা পেয়েছিল কিনা যে, ‘ট্রফি জিতুন তাহলে আমরা আপনাকে ১০ হাজার ডলার দেব।’ যার উত্তর দিতে গিয়ে রাজ্জাক পিসিবিকে খোঁচা দিয়ে বলেন, ‘বরখাস্তের চিঠি পেয়েছি।’
বিশ্বকাপের আগে ৭ সদস্যের বড় নির্বাচক প্যানেল ঘোষণা করেছিল পিসিবি। যেখানে সবাইকে সমান অধিকার দেওয়া হয়েছিল। দল নির্বাচন করা হতো নির্বাচকদের ভোটের মাধ্যমে। যেখানে সর্বোচ্চ ভোট প্রাপ্তরা জায়গা পেতেন স্কোয়াডে।
অথচ, বিশ্বকাপ ব্যর্থতার পর কেবল দু’জনকে বরখাস্ত করেছে পিসিবি। যা নিয়েই এবার প্রশ্ন তুলেছেন রাজ্জাক। তিনি বলেন, ‘দল নির্বাচন করার সময় আমি একা কীভাবে অন্য নির্বাচকদের প্রভাবিত করতে পারি?’