চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে চলতি মৌসুমের প্রায় সব এল-ক্লাসিকোয় একপেশে হার দেখেছে রিয়াল মাদ্রিদ। কাতালানদের কাছে হেরেই স্প্যানিশ সুপার কাপের শিরোপা হাতছাড়া হয়েছে লস ব্লাঙ্কোসদের। লা লিগায়ও এখন পর্যন্ত ৪ পয়েন্টে এগিয়ে বার্সা। রিয়াল কোনো ম্যাচে হোঁচট খেলেই এবারের লা লিগা ট্রফির স্বপ্ন শেষ। এরই মাঝে উভয় দল কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হচ্ছে। তার আগেই দুটি চোটের দুঃসংবাদ পেয়েছে রিয়াল।
আগামী শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ২টায় স্প্যানিশ প্রতিযোগিতা কোপা’র ফাইনালে লড়বে রিয়াল-বার্সা। তার আগে বুধবার গেতাফের বিপক্ষে খেলে ১-০ ব্যবধানে কষ্টার্জিত জয় পেয়েছে আনচেলত্তির দল। এই ম্যাচের পরই রিয়াল কোচ দুই ফুটবলারকে আসন্ন ক্লাসিকো থেকে ছিটকে যাওয়ার খবরটি দিয়েছেন। বার্সেলোনার বিপক্ষে খেলতে পারবেন না ডেভিড আলাবা ও এদুয়ার্দো কামাভিঙ্গা।
গেতাফের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে উঠিয়ে নেওয়া হয় অস্ট্রিয়ান ডিফেন্ডার আলাবাকে। তার জায়গায় ফরাসি তারকা কামাভিঙ্গা নামেন মাঠে। কাকতালীয়ভাবে এই দুজনেই চোটে পড়েছেন। এই মৌসুমে রক্ষণভাগে একের পর এক চোটের হানায় কামাভিঙ্গা মিডফিল্ড থেকে পরিণত হয়েছিলেন ডিফেন্ডারে। ম্যাচের ৮৫ মিনিটে তিনি গেতাফে মিডফিল্ডার লুইস মিলারের চ্যালেঞ্জের সামনে পড়ে কুঁচকিতে চোট পান। তিনি উঠে যাওয়ার পর আর বদলি নামানোর সুযোগ না পাওয়ায় রিয়াল কার্যত বাকি সময় ১০ জন নিয়ে খেলেছে।
এর আগে রিয়ালের শুরু একাদশে নামা আলাবাকে ৪৫ মিনিটে মাঠ থেকে তুলে নেন আনচেলত্তি। এই অস্ট্রিয়ান সেন্টারব্যাক বাঁ-পায়ের মাংসপেশিতে চোট পেয়েছেন। পরবর্তীতে এই দুই তারকার চোটের কথা নিশ্চিত করে রিয়াল কোচ জানান, ‘কামাভিঙ্গার চোটের কী হয় আমরা আগামীকাল (আজ) দেখব। আমার মনে হয় দুজনেই মাংসপেশির ব্যথায় ভুগছে। শনিবার খেলাটা তাই তাদের জন্য অবশ্যই কঠিন হবে।’
রিয়াল আগে থেকেই ডিফেন্ডারদের চোটে বিপর্যস্ত। প্রতিপক্ষ যখন বার্সেলোনা এবং ম্যাচটি শিরোপা নির্ধারণী, এমতাবস্থায় আলাবা-কামাভিঙ্গাকে হারানো আনচেলত্তির দলের জন্য বড় ধাক্কাই বটে। তাই কোপার ফাইনালে সম্ভবত লামিনে ইয়ামালকে সামলাতে ফ্রান গার্সিয়াকেই দায়িত্বটা দেবেন রিয়াল কোচ। আর ফাঁরলে মেন্দি ফিট থাকলেও তিনি সেভাবে ছন্দে নেই। অন্যদিকে, বার্সেলোনাও এই ম্যাচটিতে নিজেদের অভিজ্ঞ ফরোয়ার্ড রবার্ট লেভান্ডফস্কিকে পাচ্ছে না।
চলতি মৌসুমে এখন পর্যন্ত দু’বারই ঘরের মাঠে বার্সেলোনার মুখোমুখি হয়েছিল রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে হওয়া দুটি ম্যাচেই তারা বড় ব্যবধানে হেরেছে। লা লিগার ম্যাচে গত অক্টোবরে এল ক্লাসিকোয় ৪-১ ব্যবধানে জিতে বার্সেলোনা। এরপর স্প্যানিশ কোপার ফাইনালেও দুই দলের দেখা হয়ে যায়, সেখানেও রিয়াল বিপর্যয় ঠেকাতে পারেনি। রীতিমতো বিধ্বস্ত হয়েছে ৫-২ গোলের বিশাল ব্যবধানে।