ঢাকা
১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১১:০৮
logo
প্রকাশিত : জুলাই ১৫, ২০২৪
আপডেট: জুলাই ১৫, ২০২৪
প্রকাশিত : জুলাই ১৫, ২০২৪

৩ দিনে কমল-কাজল-রাকুলের সিনেমার আয় ১৫৪ কোটি টাকা

এস শঙ্কর নির্মিত আলোচিত সিনেমা ‘ইন্ডিয়ান টু’। তামিল ভাষার এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন— কমল হাসান, সিদ্ধার্থ, কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং। গত ১২ জুলাই বিশ্বের ১ হাজার ৬০০ পর্দায় মুক্তি পেয়েছে এটি।

চলতি বছরে বেশ কিছু তামিল সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা তামিল সিনেমার তালিকায় ‘ইন্ডিয়ান টু’ (৫৫ কোটি রুপি) সিনেমার অবস্থান সবার শীর্ষে। এরপরের দুই স্থানে রয়েছে— ‘ক্যাপ্টেন মিলার’ (১৬.২ কোটি রুপি), ‘লাল সালাম’ (৮ কোটি রুপি)। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে ‘ইন্ডিয়ান টু’। ৩ দিনে সিনেমাটি কত করেছে?

বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ‘ইন্ডিয়া টু’ আয় করেছে ৫৫ কোটি রুপি, দ্বিতীয় দিনে ৩০ কোটি রুপি, তৃতীয় দিনে ২৫ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ১১০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৫৪ কোটি ৬৬ লাখ টাকার বেশি)।

স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘ইন্ডিয়ান টু’ মুক্তির ৩ দিনে শুধু ভারতে আয় করেছে ৬৯.২ কোটি রুপি (গ্রস), বিদেশে আয় করেছে ৪০ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০৯.১৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১৫৩ কোটি ২৬ লাখ টাকার বেশি।

১৯৯৬ সালে এস শঙ্কর নির্মাণ করেন ‘ইন্ডিয়ান’ সিনেমা। এতেও অভিনয় করেন কমল হাসান। সিনেমাটি তিন বিভাগে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিল। দীর্ঘ ২৮ বছর পর নির্মিত হলো সিনেমাটির দ্বিতীয় পার্ট।

৩০০ কোটি রুপি বাজেটের ‘ইন্ডিয়ান টু’ সিনেমায় আরো অভিনয় করেছেন— সুরিয়া, ববি সিম্বা, বিবেক, প্রিয়া ভবানি শঙ্কর, কালিদাস জয়রাম, মনোবালা, গুলশান গ্রোভার প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram