রাজধানীর বিভিন্ন স্থানে কোটাবিরোধীরা বিক্ষোভ করছে। পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণায় থমথমে অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
কোটা বাতিলের দাবিতে সোমবার ছাত্রলীগ ও কোটাবিরোধীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর আজ রাজধানীর বিভিন্নস্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
রাজধানীর মেরুল বাড্ডা, প্রগতিসরনি, বসুন্ধরা আবাসিক এলাকায় সকাল থেকেই অবস্থান নেয় তারা। বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা।
নতুন বাজার এলাকায় কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সড়ক অবরোধ করায় সৃষ্টি হয় তীব্র যানজট।
মতিঝিলের শাপলা চত্বরে অবরোধ ও বিক্ষোভ করছে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। বনানী এলাকায় প্রাইম-এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে সড়ক অবরোধ করে। এতে বনানী এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ছাত্রলীগ ও কোটাবিরোধীরা একই সময়ে সমাবেশের ঘোষণা দেয়ায় থমথমে অবস্থা বিরাজ করছে বিশ্ববিদ্যালয় এলাকায়।