ঢাকা
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১:০৯
logo
প্রকাশিত : আগস্ট ৩, ২০২৪

পর্দায় ঝড় তুলতে আসছেন সামান্থা

দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অভিনয়গুণে নিজ গণ্ডি পেরিয়ে মাতিয়েছেন বলিউডও। মাঝে বেশ কিছুদিন ব্যক্তিজীবন আর শারীরিক অসুস্থতা নিয়ে আলোচনায় ছিলেন তিনি। অভিনয়েও নিয়েছিলেন বিরতি।

অবশেষে সকল সমস্যা পেছনে ফেলে আবারও কাজে সরব হয়েছেন সামান্থা। শুধু তাই নয়, শিগগিরই পর্দায় ঝড় তুলতে আসছেন তিনি। ইতোমধ্যে বেশ কয়েকটি নতুন সিনেমায় যুক্ত হয়েছেন এই অভিনেত্রী।

এ ছাড়া হলিউডের জনপ্রিয় ‘সিটাডেল’ সিরিজের ভারতীয় সংস্করণেওকাজ করছেন সামান্থা। শুরু থেকেই কাজটি নিয়ে ব্যাপক আলোচনায় রয়েছেন তিনি। সিরিজটি নিয়ে দর্শক কৌতূহলও রয়েছে তুঙ্গে। এবার সেই কৌতূহল আরও বাড়িয়ে দিলেন সিরিজটির নির্মাতারা।

জানা গেছে, গত ১ আগস্ট প্রকাশে এসেছে ‘সিটাডেল’র প্রথম ঝলক। আর তাতেই দর্শকদের নজর কাড়লেন সামান্থা। প্রথম ঝলকেই তিনি ‘সিটাডেল হানি বানি’ নিয়ে উত্তেজনা বাড়িয়ে দিলেন সিনেমাপ্রেমীদের।

তবে ১ মিনিট ৩৩ সেকেন্ডের ওই ভিডিওতে কোনো সংলাপ না থাকলেও ‘রাত বাকি বাত বাকি’ গানটি শোনা গেছে। আর সেই গানের সঙ্গে তাল মিলিয়ে ধুন্ধুমার অ্যাকশনে রীতিমতো দর্শকদের মাত করেছেন সামান্থা ও বরুণ ধাওয়ান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে সামান্থা লিখেছেন, শুরুর ধাক্কা! সামলে নিন। ঝড় তুলতে আসছি ৭ নভেম্বর। এমন কাজের অংশ হওয়া গর্বের। কৃতজ্ঞতা সবার প্রতি।

প্রসঙ্গত, গেল বছর মুক্তি পায় হলিউডের ‘সিটাডেল’। সেখানে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়াকে। ভারতীয় সিরিজটি নির্মাণ করেছেন রাজ এবং ডিকে। আমাজন প্রাইম ভিডিওতে সিরিজটি মুক্তি পাবে বলে জানা গেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram