ঢাকা
২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:২৩
logo
প্রকাশিত : আগস্ট ১০, ২০২৪
আপডেট: আগস্ট ১০, ২০২৪
প্রকাশিত : আগস্ট ১০, ২০২৪

গুজবে কান দিবেন না-বাংলাদেশে সংখ্যালঘু নেই, আমরা সবাই বাংলাদেশি: মেজর নাঈন

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক ও অতিরিক্ত পরিচালক মেজর এ এফ এম জুলকার নাঈন বলেন, বাংলাদেশে আসলে কোন সংখ্যালঘু নেই। কারণ, হিন্দু,  মুসলিম, বৌদ্ধ,  খৃষ্টান বা অন্যকোন ধর্মের যারা রয়েছি তারা সকলেই বাংলাদেশি।

তিনি আরো বলেন অন্য ধর্মের যারা রয়েছে তাদের নিরাপত্তার বিষয় নিয়ে আমরা গুরুত্ব দিয়ে কাজ করছি। বিজিবির টহলসমূহের ঐকান্তিক প্রচেষ্টায় অন্য ধর্মাবলম্বীর কারো উপরেই কোন ধরনের সমস্যা আসেনি। তাই গুজবে কান দিবেন না, আমরা সকলেই বাংলাদেশি।

শনিবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা থানার হলরুমে তিস্তা ব্যাটালিয়ন (৬১) বিজিবির আয়োজনে  বিজিবি ও পুলিশের যৌথ প্রেস ব্রিফিং এ তিনি এসব কথা বলেন।

মেজর এ এফ এম জুলকার নাঈন আরও বলেন, আপনারা জানেন বর্তমানে আমরা একটি খুব কঠিন সময় পার করছি। এই স্থবির অবস্থা থেকে জাতিকে খুব দ্রুত বের হয়ে আসতে হবে।বিজিবি দিনরাত ২৪ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। যাতে করে আমরা খুব দ্রুত একটি স্বাভাবিক পরিবেশে ফেরত যেতে পারি। সীমান্ত নিরাপত্তা প্রদানের পাশাপাশি অত্র এলাকার আইন শূংখলা রক্ষার্থে নিয়মিত কাজ করছে বিজিবি। জনগনের জীবনযাত্রা কোনভাবে যেন ব্যাহত না হয় বা আইন  শূংখলা অবনতি হচ্ছে কিনা সে বিষয়ে কঠোর নজরদারি চালানো হচ্ছে।

উক্ত বিফিংয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান, ওসি তদন্ত নির্মল চন্দ্র মোহন্তসহ বিজিবি ও পুলিশির কর্মকর্তা,  সিপাই, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram