মোঃ সাইফুল ইসলাম, কটিয়াদি (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কটিয়াদী উপজেলা রেঙ্গেছে নানা রঙের আলপনা আর দৃষ্টিনন্দন ক্যালিগ্রাফিতে। উপজেলা সদরের বিভিন্ন স্থাপনার দেয়ালগুলোতে আলপনা গুলো আঁকা হচ্ছে, যেখানে আগে রাজনৈতিক দলের বিভিন্ন পোস্টারে ছেয়ে ছিল, এখন সেই দেয়ালগুলোতে শিক্ষার্থীদের রঙ-তুলির আঁচড় পড়েছে। সেগুলো এখন নতুন রূপে সেজেছে। আর এ পরিবর্তনের পেছনে রয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আমরা আর ফ্যাসিবাদী সরকার চাই না, নতুন বাংলাদেশ, বায়ান্ন আর ২৪ তফাৎ কি? মেধার বিজয় বিকল্প কে? পানি লাগবে পানি?’ ‘আমাদের দেশের ভাগ্য আমরাই পরিবর্তন করব’ এমন নানান প্রতিবাদী লিখনি শোভা পাচ্ছে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ছাপনা গুলোর দেয়ালে। কটিয়াদী মডেল থানা, কটিয়াদি সরকারি হাসপাতাল সহ কটিয়াদীর বাসস্ট্যান্ডের বিভিন্ন স্থাপনা এবং গ্রামের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এই ধরনের আলপনা আঁকছেন ছাত্র জনতা।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর পর্যন্ত ছাত্ররা আলপনা আকার কাজ চালিয়ে যাচ্ছেন, তাদের আকড় যেন সমাজ পরিবর্তনের হাতিয়ার কটিয়াদী সরকারি কলেজে দেয়ালে বিজয় উল্লাসের বিভিন্ন গ্রাফিতি আঁকতে দেখা যায়। দিনভর এসব দেয়ালে গ্রাফিতির কাজ করেন শিক্ষার্থীরা। একইসঙ্গে ছাত্র-জনতার বিজয়ের বিভিন্ন প্রতীকী ছবিও আঁকা হয়।
সরেজমিনে উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায়, ছাত্র বিপ্লব পরবর্তী সারা দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে কটিয়াদীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালে রঙ-তুলির আঁচড়ে দেয়াল সাজাতে শুরু করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের হাতের তুলিতে রঙিন হয়ে উঠেছে। কালো, সাদা, লাল, নীল, হলুদ-এ যেন রঙের এক মেলা! দেখা গেল, কেউ রঙ লাগাচ্ছে, কেউ পানি ছিটাচ্ছে- এ যেন এক মিলন মেলা! প্রতিটি মুখে যেন ফুটে উঠছে এক অনাবিল আনন্দ। প্রতিটি ক্যালিগ্রাফির আঁচড়ে যেন ফুটে উঠছে এক নতুন বাংলাদেশের প্রত্যাশা। এ সময় বিভিন্ন বয়সী ছেলে–মেয়েরা দেয়ালে লিখনে অংশ নেয়।
শিক্ষার্থীরা জানান, রাজনৈতিক পোস্টার, বিজ্ঞাপন কিংবা দেয়াল লিখনের বদলে তাদের সৃষ্টিশীলতার প্রকাশ ঘটছে দেয়ালগুলোর প্রতিটি ইঞ্চিতে। উপজেলার জনগণ এই পরিবর্তনে মুগ্ধ। তাদের মতে, এ যেন এক নতুন সূচনা, যেখানে শিক্ষার্থীদের কর্মপ্রবণতা এবং সৃষ্টিশীলতা নতুন আশার সঞ্চার করছে।