জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি সাইফুল ইসলাম (৩১) ও তার সহযোগী মেহেদী হাসান (২১) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে সোনাগাজী বাসস্ট্যান্ড থেকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
সাইফুল ইসলাম ছাগলনাইয়া উপজেলার উত্তর মন্দিয়া গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে একটি ডাকাতি মামলায় দুই বছরের সাজাসহ ৬টি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। তার সহযোগী মেহেদী সোনাগাজী পৌর এলাকার মহেশ্চর গ্রামের আলা উদ্দিনের ছেলে।
সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন তাদেরকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।