জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী, হেফাজতে ইসলামের শাপলা চত্বরে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনায় ইসলামী সমমনা দলগুলোর আয়োজনে বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১৬ আগস্ট শুক্রবার বিকালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী সমমনা দলের আহবায়ক ইঞ্জিনিয়ার ফখরুউদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব হাফেজ মাওলানা হিজবুল্যাহর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়েতে ইসলামীর ফেনী জেলা সেক্রেটারি মূফতি মাও. আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেনী জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম, সেক্রেটারী আলহাজ্ব একরামুল হক ভূঁইয়া, জামায়েতের জয়েন্ট সেক্রেটারি আব্দুর রহিম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি জসিম উদ্দিন।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মূফতি আহসান উল্যাহ, জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ফরহাদ, জামায়েতের উপজেলা আমীর মোহাম্মদ মোস্তফা, পৌর আমীর কালিমুল্যাহ, সেক্রেটারি মহসিন ভূঁইয়া, হেফাজতে ইসলামের উপজেলা সেক্রেটার মূফতি নিজাম উদ্দিন, পৌর আইম্মা পরিষদের সভাপতি মাও. আবুল কাসেম, ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম, উত্তরের সভাপতি রফিক উদ্দিন, উপজেলা যুব আন্দোলনের সভাপতি আব্দুল আলী ও ইব্রাহিম মোহাম্মদ সাকিল সহ বিভিন্ন ইসলামি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন মুফতি মাও. আব্দুল হান্নান। সভায় বক্তারা সকল বৈষম্য দূরীকরণে ইসলামী দলগুলোর ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেন এবং সোনাগাজী উপজেলা থেকে ঐক্যের সূর যেন জাতীয় পর্যায়ে গিয়ে সমাপ্তি ঘটে সে কামনা করেন।