টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে দারুণ বোলিং করে ১৪ উইকেট নেন রিশাদ হোসেন। ওই আসর থেকে বিশ্ব ক্রিকেটের নজরে আসেন এই বাংলাদেশি লেগ স্পিনার। এবার অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসে ডাক পেয়েছেন রিশাদ হোসেন। এর আগে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শুধু সাকিব আল হাসানই বিগ ব্যাশে খেলেছেন।
অস্ট্রেলিয়ার সিডনিতে বিগ ব্যাশ ড্রাফটের চতুর্থ রাউন্ড থেকে আজ রিশাদকে দলে নিয়েছে হোবার্টের দলটি। অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের দলটির হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে আছেন দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং।
তবে জাতীয় দল ও বিপিএলের ব্যস্ততায় বিগ ব্যাশে রিশাদ খেলতে পারবেন কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা আছে। ১৫ই ডিসেম্বর শুরু হতে যাওয়া বিগ ব্যাশ শেষ হবে আগামী বছরের ২৭শে জানুয়ারি। বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি বিপিএলও টুর্নামেন্ট একই সময় হওয়ার কথা। এর আগে নভেম্বরেই বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা। ফল দল পেলেও বিগ ব্যাশে রিশাদের খেলা এখনও নিশ্চিত নয়।