ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি: সহকারী শিক্ষকদের বেতন ভাতা ১০তম গ্রেড করার দাবীতে মানববন্ধন করেছে ডামুড্যা উপজেলায় কর্মরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। রবিবার (০৬ অক্টোবর) বিকাল ৪ ঘটিকায় উপজেলা চত্বরে প্রাথমিক সহকারী শিক্ষক সমন্বয় পরিষদের ব্যানারে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
শিক্ষকরা ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০তম গ্রেড বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস এর প্রতি আহবান জানান এবং দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়া ঘোষণা দেন শিক্ষকরা।
উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনের অংশ নেন। মানববন্ধনে সহকারী শিক্ষক মোঃ এনাম মুন্সী, মোঃ নিরব, মোঃ আওলাত হোসেন, মৌসুমী আপা ও সুমাইয়া ইসলাম বক্তব্য রাখেন।
মানববন্ধনে শিক্ষক নেতারা জানান, তাদের বেতনভাতা ১০তম গ্রেডে উন্নতি করার দাবীতে সম্বলিত একটি স্মারকলিপি ইতিপূর্বে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরারব প্রদান করা হয়েছে।
ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার নাসরীন বেগম সেতু বাংলাদেশ টুডে কে জানিয়েছেন, শিক্ষকদের দাবী সম্বলিত স্মারকলিপিটি গ্রহণ করা হয়েছে। সেটি সংশ্লিষ্ট কার্যালয়ে পাঠানো প্রক্রিয়াধীন হয়েছে।