তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জের তাহিরপুরের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ফসলী জমি, বসতবাড়ি ও সড়ক পানিতে ডুবে ক্ষতিগ্রস্থ হয়েছে। রবিবার (৬ অক্টোবর) সকাল থেকে যাদুকাটা, রক্তি, পাটলাই নদী দিয়ে ভারতের পানি প্রবল বেগে ভাটির দিকে নামছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলায় সীমান্তের বিভিন্ন নদী ও ছড়া দিয়ে ভারত থেকে নেমে আসা পানি প্রবল বেগে নিম্নাঞ্চলের দিকে প্রবেশ করছে। এতে করে সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কের কৈয়ারকান্দা ১০০মিটার সড়ক ও আনোয়ারপুর বাজারের সামনের সড়ক দিয়ে পানি হাওরে প্রবেশ করেছে। এতে নদীর তীরবর্তী বসতবাড়ি,সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে।
এছাড়াও রোপা আমনের জমি পানিতে তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাহিরপুরে আসতে গিয়ে পর্যটকগণ চরম দূর্ভোগের শিকার হচ্ছে।
সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কের সিএনজি অটোরিকশা চালক মাসুক মিয়া জানান, পাহাড়ী ঢলের পানিতে ১০০ মিটার সড়ক উপচে পানি হাওরে প্রবেশ করেছে এতে করে যাত্রী নিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছি। বালিজুরী ইউনিয়নের দক্ষিণকুল গ্রামের কৃষক রফিক মিয়া জানান, ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে আমনের জমি তলিয়ে গেছে।
বালিজুড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া জানান, পাহাড়ী ঢলের পানিতে তাহিরপুর সুনামগঞ্জ সড়কের কয়েকটি স্থানে পানিতে ডুবেছে তবে যানবাহন চলাচল এখনও বন্ধ হয়নি। পানি আরও বাড়লে দুর্ভোগ বেড়ে যাবে। পানিতে আমনের জমি তলিয়ে গেছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন, সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদ সীমার ২ সেন্টিমিটারের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে বন্যার আশংকা নেই।