ঢাকা
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:২৩
logo
প্রকাশিত : অক্টোবর ৯, ২০২৪

কুককে ছাড়িয়ে টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন রুট

পাকিস্তানি পেসার আমির জামালের অফস্টাম্পের বাইরের বলে দারুণ এক অন-ড্রাইভ খেললেন জো রুট। পেয়ে গেলেন বাউন্ডারি। তাতেই নতুন ইতিহাস গড়ে ফেলেন জো রুট। লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের সর্বোচ্চ সংগ্রাহক এখন এই ব্যাটার। ছাড়িয়ে গেলেন সাবেক অধিনায়ক আলিস্টার কুককে। ধারাভাষ্যকক্ষে সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইক আথারটনের বলে উঠেন, জো রুট প্লান্টস হিজ ফ্ল্যাগ অন দা সামিট…. অসাধারণ ক্রিকেটার, স্মরণীয় এক অর্জন…।

মুলতান টেস্টের আগে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের সবচেয়ে বেশি রানের মালিক হতে ৭১ রান দরকার ছিল রুটের। প্রথম সুযোগেই সেই কাজটা সেরে ফেললেন এই ডানহাতি ব্যাটার। কুকের ১২৪৭২ রান ছাড়িয়ে রুটই এখন রানসংখ্যায় ইংল্যান্ডের সর্বকালের সেরা। গ্যালারিতে থাকা ইংলিশ সমর্থকেরা দাঁড়িয়ে তালি দিয়ে অভিবাদন জানান রুটকে। ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান অবশ্য উদযাপন করলেন না সেভাবে। তার মনোযোগ ইনিংস আরও বড় করায়।

কুককে পেছনে ফেলে ইংলিশ রেকর্ড গড়া রুট টেস্ট ইতিহাসে সর্বকালের শীর্ষ পাঁচেও উঠে গেছেন। তাঁর ওপরে আছেন শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, জ্যাক ক্যালিস ও রাহুল দ্রাবিড়। রুট কুককে ছাড়িয়ে গেলেন ১৪ টেস্ট ও ২৩ ইনিংস কম খেলেই। কুক ১২৪৭২ রান করেছেন ১৬১ টেস্টের ২৯১ ইনিংসে। রুটকে খেলতে হলো ১৪৭ টেস্টের ২৬৮ ইনিংস।

পাশাপাশি এদিন আরও একটি বিশ্বরেকর্ড গড়েছেন রুট। প্রথম কোনো ক্রিকেটার হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৫০০০ রান করে ইতিহাস গড়েছেন রুট। ২০১৯ সালে শুরু হওয়া এই চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ টেস্টও (৫৯) খেলেছেন তিনিই। যেখানে পাঁচ হাজার রানে তার ধারেকাছে নেই আর কোনো ব্যাটার। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার ব্যাটার মার্নাস লাবুশেনের সংগ্রহ তিন হাজার ৯০৪ রান। তিন হাজার ৪৮৪ রান নিয়ে তিনে আছেন আরেক অস্ট্রেলিয়ান স্টিভ স্মিথ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram