ঢাকা
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ৮:৪৩
logo
প্রকাশিত : অক্টোবর ১৪, ২০২৪

কয়েকশ কোটি টাকা লোপাটের অভিযোগ নূর মোহাম্মদের বিরুদ্ধে

এবার ব্যাংক লুটেরা নজরুল ইসলাম মজুমদার চক্রের নজর পড়েছে বেসরকারি খাতের যমুনা ব্যাংকের ওপর। ব্যাংক খাতের মাফিয়া বলে পরিচিত নজরুল ইসলাম মজুমদার কারাগারে থাকলেও তার লোকজন ব্যাংকটি দখলে নিতে মরিয়া।

ব্যাংক সংস্কারের নামে এ দখল প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন মজুমদারের ঘনিষ্ঠ লোক হিসাবে পরিচিত ব্যাংকের বর্তমান পরিচালক নূর মোহাম্মদ। তিনি এক সময় এই ব্যাংকের চেয়ারম্যানও ছিলেন। তার বিরুদ্ধে কয়েকশ কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে। দুর্নীতি-অনিয়মের দায়ে কেন্দ্রীয় ব্যাংক তাকে অভিযুক্ত করার পর চেয়ারম্যান পদ হারান। নতুন সরকার গঠিত হওয়ার পর ব্যাংক সংস্কারের নামে দখলের পাঁয়তারা করছেন জাতীয় পার্টির সাবেক এ এমপি নূর মোহাম্মদ। তার বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে।

যমুনা ব্যাংক সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকার আসার পর ব্যাংকটির পরিচালক নূর মোহাম্মদের নেতৃত্বে নজরুল ইসলাম মজুমদার গং সক্রিয় হয়ে উঠেছে। দেশের প্রথম সারির এ ব্যাংকটিতে সংস্কারের দোহাই দিয়ে দখলে নিয়ে লুটের চেষ্টা চলছে। ব্যাংকসংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক খাতে একমাত্র যমুনা

ব্যাংকেই প্রতিবছর পালাক্রমে চেয়ারম্যান বদল হয়ে আসছে। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে গত বছর থেকে চেয়ারম্যানের মেয়াদ করা হয়েছে দুই বছর। এসব কারণে ব্যাংকটিতে প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। পরিচালকদের ঋণ দেওয়া-নেওয়ার অনৈতিক চাপ না থাকায় ব্যাংকটি সব সূচকেই বেশ ভালো অবস্থানে রয়েছে।

কিন্তু সম্প্রতি সংস্কারের নামে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও পরিচালক নূর মোহাম্মদ প্রচলিত ধারাবাহিকতা ভেঙে সময়ের আগেই নিজে চেয়ারম্যান হওয়ার চেষ্টা করছেন। শুধু তাই নয়, তিনি নজরুল ইসলাম মজুমদারের মালিকানাধীন প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার জন্য পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে চাপ দিচ্ছেন।

সূত্র জানায়, নজরুল ইসলাম মজুমদার ও নূর মোহাম্মদ শেখ হাসিনা সরকারের অত্যন্ত ঘনিষ্ঠজন হিসাবে পরিচিত। তাদের নেতৃত্বেই ব্যাংক খাত থেকে বিভিন্ন ইস্যুতে চাপ দিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর তহবিলে চাঁদা আদায় করা হতো। ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে নূর মোহাম্মদের বিরুদ্ধে। ধানমন্ডি থানার মামলাটির নম্বর ৪৪৫১ (৬) ১। আওয়ামী লীগ সরকারের সময় নূর মোহাম্মদ দুবার যমুনা ব্যাংকের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। সে সময় তার বিরুদ্ধে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপ ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠে।

এমনকি বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনেও তা ধরা পড়ে। পরিদর্শনে প্রমাণিত হয়, ব্যাংকের স্বার্থপরিপন্থিভাবে নিজের মেয়ে, জামাতাসহ ঘনিষ্ঠজনদের অতি উচ্চ বেতনে চাকরি দিয়েছিলেন।

পরিদর্শন প্রতিবেদন অনুযায়ী, নূর মোহাম্মদ তার মেয়ে সাদিয়া বিনতে নূরকে যমুনা ব্যাংক ফাউন্ডেশন কমপ্লেক্সের চিকিৎসক হিসাবে নিয়োগ দেন। ২০২২-২৩ অর্থবছরে তিনি কমপ্লেক্সের প্রশাসক এবং হেড অব ডেন্টাল হিসাবে দুটি সূত্র থেকে বেতন গ্রহণ করেন, যার হিসাব নম্বর ০০১০০৩১০০২৬৯৮৫ ও যার মোট টাকার অঙ্ক প্রায় ৫৬ লাখ ৩১ হাজার। পরে বাংলাদেশ ব্যাংকের আপত্তির কারণে ২০২৩ সালের ৪ ডিসেম্বর সাদিয়া ২৪ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা ফেরত দিতে বাধ্য হন।

শুধু তাই নয়, সে সময় তিনি তার জামাতা কাজী মোহাম্মদ হান্নানুর রহমানকেও অনৈতিকভাবে কমপ্লেক্সের চিকিৎসক হিসাবে নিয়োগ দেন। অথচ তিনি তখন সরকারি চাকরিতে কর্মরত ছিলেন। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে তিনি ৬৫ বছর পেরোনো একজন অবসরপ্রাপ্ত জেলা জজকে ব্যাংকে নিয়োগ দিয়েছিলেন। এমনকি আওয়ামী লীগ সরকারের মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্বপ্রাপ্ত নারীকেও যমুনা ব্যাংকে চাকরি দিয়েছিলেন।

এছাড়া ব্যাংকের প্রভাব কাজে লাগিয়ে নূর মোহাম্মদের দুর্নীতি বিস্তৃতি হয়েছে সরকারি নির্মাণ প্রকল্পের ঠিকাদারি ব্যবসায়ও। ব্যাংকটির পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে অনৈতিক চাপ দিয়ে ঠিকাদারদের ঋণ দিতেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের ঋণ মূল্যায়নে অনিয়ম করে এর বিনিময়ে তিনি সাব-কন্ট্রাক্টর হিসাবে তাদের প্রকল্পের কাজ করতেন। অর্থাৎ ব্যাংকের টাকা দিয়ে তিনি ব্যবসা করতেন।

এ বিষয়ে জানতে নূর মোহাম্মদের সঙ্গে একাধিকবার মোবাইলফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোনকল রিসিভ করেননি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram