লেবাননের দক্ষিণে মোতায়েন করা জাতিসংঘের শান্তিরক্ষীদের খুব দ্রুত সরিয়ে নিতে মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক প্রতিবেদনে জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
সম্প্রতি, ইসরায়েলি বাহিনীর গুলিতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের পাঁচ সদস্য আহত হয়েছেন। এরপর-ই নেতানিয়াহু’র তরফ থেকে এমন আহ্বান জানানো হলো।
ভিডিওতে নেতানিয়াহু বলেন, “মহাসচিব মহোদয়, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীদের (ইউনিফিল) বাহিনীকে এখন-ই ক্ষতির পথ থেকে সরিয়ে দিন।’