মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে কৃষি ব্যবসায়ে তরুণ যুবক ও নারীদের প্রশিক্ষণের জন্য সম্ভাব্য উদ্যোক্তা বাছাইয়ের জন্য অংশীজনদের সঙ্গে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা কৃষি বিপণন অধিদফতরের আয়োজনে ৫০ জন তরুণ যুবক ও নারীদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার-ডিএএম অংগ)-এর কনসালট্যান্ট ড. মাহবুব আলম ও সিনিয়র মনিটরিং অফিসার মো. রাশিদুল ইসলাম।
প্রবন্ধে জানানো হয়, কৃষি বিপণন অধিদফতরের বাস্তবায়নাধীন প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার-ডিএএম অংগ) প্রকল্পের আওতায় ১২ হাজার নারী ও আট হাজার তরুণ যুবকসহ মোট ২০ হাজার জনকে উদ্যোক্তা তৈরি করা হবে। এজন্য ৬৪টি জেলার ২০২টি উপজেলার কৃষি ব্যবসায়ে আগ্রহী সম্ভাব্য উদ্যোক্তাদের ১২ দিনব্যাপি ‘অন দ্য জব প্রশিক্ষণ দেওয়া হবে। ২০২৪-২৫ অর্থবছরে তিন হাজার উদ্যোক্তা উন্নয়নে পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শিগগির আরো পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে। প্রশিক্ষণ শেষে সম্ভাব্য উদ্যোক্তাদের ব্যবসায় উদ্যোগ টিকিয়ে রাখার জন্য প্রকল্প হতে ম্যাচিং গ্রান্ট, মেশিনারিজ সুবিধা এবং ইনকিউবেশন সাপোর্ট প্রদান করা হবে। এ প্রশিক্ষণের ধরন হবে কাজের মাধ্যমে প্রশিক্ষণ, যা বাস্তব কাজের পরিবেশে নতুন দক্ষতা এবং দক্ষতা শেখার একটি ব্যবহারিক পদ্ধতি। এটি একটি হাতে-কলমে শিক্ষা পদ্ধতি, যেখানে প্রশিক্ষণ ক্লাসরুমে বা আনুষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রকৃত কাজের পরিবেশে প্রশিক্ষণ দেওয়া হবে।
পার্টনার প্রোগ্রামের প্রচারণার জন্য এই প্রোগ্রামের আওতায় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি কাজ করবে। এই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিটি প্রোগ্রাম এলাকাতে রোড শো, ফ্লাইয়ার ও পোষ্টার ছাপানো এবং বিতরণ, অডিও ভিজুয়াল ক্যাম্পেইন, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, অ্যাপস নির্মাণ, উদ্যোক্তাদের জন্য জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে মেলার আয়োজন, সফল উদ্যোক্তাদের জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন এবং মিডিয়া সংযোগ করবে।
পার্টনার (ডিএএম অংগ)-এর এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর ড. আবদুল্লাহ আল-ফারুকের সভাপতিত্বে ও জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. মোরশেদ আল মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, দেশে চাকরির বাজার সীমিত। তবে এ দেশে উদ্যোক্তাদের নানা বিষয়ে কাজ প্রতিষ্ঠিত হওয়ার অনেক সুযোগ রয়েছে। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় মানিকগঞ্জের তিনটি উপজেলার ৩০০ জন নারী ও তরুণ যুবককে ১২ দিনব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে তাদের কৃষি উদ্যোক্তা বানানোর উদ্যোগ নেয়া হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে পারলে আপনারা স্বাবলম্বী হতে পারবেন।
এ সময় আরো বক্তব্য রাখেন- কৃষি বিপণন অধিদফতরের উপপরিচালক (উপসচিব) মো. মফিদুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ড. রবীআহ নূর আহমেদ, সরেজমিন গবেষণা বিভাগ, মানিকগঞ্জ জেলার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রুহুল আমিন প্রমুখ।