কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে প্রেসক্লাবের ৩ সাংবাদিকের নামে হয়রানীমূলক হত্যা মামলা প্রত্যাহার ও এক সাংবাদিককে নির্যাতনকারী আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেসক্রাবের আযোজনে মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের সংগঠকরা অংশ নেয়।
এ সময় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক শফি খান, প্রেসক্রাব সভাপতি রাজু মোস্তাফিজ, চ্যানেল আইযের জেলা প্রতিনিধি শ্যামল ভৌমিক, যুপান্তর প্রতিনিধি এডভোকেট আহসান হাবীব নিলু, সমাজকর্মী দুলাল বোসসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ইনডিপেনডেন্ট টেলিভিশন, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আব্দুল খালেক ফারুক, নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি হুমায়ুন কবীর সুর্য এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি ইউসুফ আলমগীরকে ছাত্র-জনতার আন্দোরনে আশিক হত্যা মামলায় নাম জড়ানো হয়েছে। অথচ ৪ আগষ্ট ছাত্র-জনতা ও আওয়ামীলীগের সংঘর্ষের সময় তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তারপরও তাদের নামে উদ্দিশ্য প্রনোদিতভাবে হয়রানী মুলক হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও ৪ আগষ্ট সিনিয়র সাংবাদিক ও দীপ্ত টিভির জেলা প্রতিনিধি ইউনুছ আলীর উপর ছাত্রলীগের হামলার ঘটনায় মামলা হলেও এখনও আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
সঠিক তদন্ত সাপেক্ষে হত্যা মামলা থেকে ৩ সাংবাদিকের নাম প্রত্যাহার ও নির্যাতনের শিকার সাংবাদিকের দাযের করা মামলার আসামীদের গ্রেফতারের দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, গত ৪ আগষ্ট কুড়িগ্রামের ঘোষপাড়ায় ছাত্রজনতার আন্দোরনে গুরুত্বর আহত হয়ে ঢাকায় একমাস চিকিৎসাধীর থাকার পর মারা উলিপুরের বুড়াবুড়ি ইউনিযনের আশিক। তার পরিবার কোন মামলা না করলেও সদরের রুহুল আমীন নামে একজন ১০৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪জনের নামে এক সপ্তাহ আগে সদর থানায় বৈষম্যবিরোধী ান্দোলনে নিহত আশিক হত্যা মামলা দায়ের করে।