বলিউডের অন্যতম তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সংসারে ভাঙনের সুর নিয়ে অনেকদিন থেকেই চলছে নানা জল্পনা। যদিও তাদের দাম্পত্যে দূরত্বের কারণ সম্পর্কে এখনও কিছু স্পষ্ট নয়।
কিন্তু গত কয়েক দিন ধরে সোশ্যালমিডিয়ায় ঘুরছে আরও একটি খবর। গুঞ্জন উঠেছে ঐশ্বরিয়া-অভিষেকের মাঝখানে নাকি আগমন ঘটেছে তৃতীয় ব্যক্তির।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, শোনা যাচ্ছে অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই নাকি সংসারে অশান্তি ঐশ্বরিয়া-অভিষেকের।
‘দশভি’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন অভিষেক ও নিমরত। এই সিনেমার শুটিং থেকেই হয়তো মন দেওয়া নেওয়ার শুরু এমনটাই ভাবছেন নেটিজেনরা।
তবে এই নিয়ে মুখ খোলেননি এ্যাশ, অভিষেক বা নিমরত কেউই। তাদের ঘনিষ্ঠরাও এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন।
২০০৬ সালে ‘উমরাও জান’ সিনেমার শুটিং থেকে ঐশ্বরিয়া-অভিষেকের প্রেমের শুরু। তার পরের বছরেই বিয়ে করেন এ জুটি। ২০১১ সালে তাদের কোলে আসে সন্তান, আরাধ্যা বচ্চন। গত কয়েক মাস হল তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। মেয়ে আরাধ্যাকেই ঐশ্বরিয়ার সঙ্গে দেখা যায় সব জায়গায়।