কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে ৬ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে কাপাসিয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম লুৎফর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানকালে বিভিন্ন দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির অপরাধে ৬ ব্যবসায়ীকে ২১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় এবং পণ্যের ক্রয় ও বিক্রয়ের পাকা রসিদ সংরক্ষণসহ মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার নির্দেশনা প্রদান করা হয়।
জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে ইউএনও জানান।