বাগেরহাট প্রতিনিধি: সুপার সাইক্লোন ‘দানা’ ধেঁয়ে আসায় বাগেরহাটের উপকূল ও নদী তীরবর্তী জনপদে আতঙ্কে ছডিড়য়ে পড়েছে। জেলার ৯টি উপজেলায় প্রস্তুত রাখা হয়েছে ৩৫৯টি আশ্রয় কেন্দ্র, ৮৪টি মেডিকেল টিম। দুর্যোগ মোকাবেলায় রেডক্রিসেন্ট ও সিপিপি’র ৩ হাজার ৫০৫জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। সাগর উত্তাল থাকায় ইতিমধ্যেই সুন্দরবনসহ বাগেরহাটের মৎস্য বন্দরগুলোতে হাজারের অধিক ফিশিং ট্রলার নিরাপদ আশ্রয়ে নিয়েছে।
বুধবার সকাল থেকে বাগেরহাটের আকাশে কালো মেঘ, উপকুল জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। সেই সাথে দমকা হাওয়া বইতে শুরু হয়েছে। ইতিমধ্যেই জেলার সব নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে প্রায় দুই ফুট পানি বেড়েছে।
রাতে বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান জানান, সুপার সাইক্লোন ‘দানা’ মোকাবেলায় বুধবার বিকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরী সভা করে ৯টি উপজেলায় আশ্রয় কেন্দ্র, মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার পাশাপাশি উপজেলাগুলোতে নগদ ১৫ লাখ টাকা, ৮ শত মেট্রিক টন চাল, ৫ লাখ টাকা মূল্যের শিশুখাদ্য ও গোখাদ্যের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। ঘূর্ণিঝড়টি উপকূলের কাছাকাছি পৌছালে জেলার ৩৫৯টি আশ্রয় কেন্দ্রে ২ লাখ ৬ হাজার ৬৫১জনকে নিয়ে আসা হবে।