চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছার ৫০ শয্যা সরকারী হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মোঃ আবু জাফর। বৃহস্পতিবার সকাল ১১ টায় তিনি চৌগাছা হাসপাতালে পৌছালে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এরপর তিনি নবনির্মিত ১শ শয্যা হাসপাতালের নতুন ভবনের প্রতিটি ফ্লোর ও কক্ষ পরিদর্শন করেন। পরে মা ও শিশু ওয়ার্ড পরিদর্শ করেন এবং সেখানে চিকিৎসাধীন রোগী ও স্বজনদের সাথে কথা বলেন। এরপর তিনি মিলিত হন হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সাথে। সেখানে হাসপাতালের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমুহ) ডাঃ আবু হোসেন মোঃ মঈনুল আহসান, পরিচালক (স্বাস্থ্য) খুলনা বিভাগ ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ, যশোরের সিভিল সার্জন মাহমুদুল হাসান, চৌগাছা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুঃ আহসানুল মিজান রুমী, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুরাইয়া পারভিন, চৌগাছার কৃতি সন্তান চৌগাছা মডেল হাসপাতালের অন্যতম কারিগর ডাঃ আব্দুর রাজ্জাক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র রিতম হোসেন, তপু রায়হান, ফারিহা খাতুনসহ যশোর ও চৌগাছা হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।