ঢাকা
২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
বিকাল ৩:২৩
logo
প্রকাশিত : অক্টোবর ২৫, ২০২৪

যে কারণে অভিবাসীর সংখ্যা কমাতে চায় কানাডা

গত কয়েকবছরের মধ্যে প্রথমবারের মতো উল্লেখযোগ্য হারে অভিবাসীর সংখ্যা কমানোর উদ্যোগ নিচ্ছে কানাডা৷ ক্ষমতাসীন সরকার টিকে থাকতে এই নীতি বদল করছে বলে মনে করছেন বিশ্লেষকরা৷

কানাডা ২০২৫ সালে তিন লাখ ৯৫ হাজার, ২০২৬ সালে তিন লাখ ৮০ হাজার এবং ২০২৭ সালে তিন লাখ ৬৫ হাজার নতুন স্থায়ী অভিবাসী নেবে বলে দেশটির সরকারি একটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে৷

পাশাপাশি অস্থায়ী বাসিন্দার সংখ্যা ২০২৫ সালে ত্রিশ হাজার কমবে বলেও সূত্রটি উল্লেখ করেছে৷

দেশটির পত্রিকা দ্য ন্যাশনাল পোস্ট সবার আগে এই তথ্য প্রকাশ করেছে৷ ক্যানাডা দীর্ঘদিন ধরে নতুন অভিবাসীদের স্বাগত জানিয়ে আসছিল৷ কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসন নিয়ে জাতীয় পর্যায়ে বিতর্ক দেখা গেছে৷ এর অন্যতম কারণ সেখানে ঘরবাড়ির মূল্যবৃদ্ধি৷ 

দুই বছর আগে সুদের হার বেড়ে যাওয়ায় কানাডার অনেক মানুষ ঘরবাড়ি কিনতে পারছেন না৷ একই সময়ে অভিবাসীদের ঢল দেশটির জনসংখ্যা রেকর্ড হারে বাড়িয়ে দিয়েছে৷ ফলে ঘর-বাড়ির চাহিদা এবং দাম দুটোই অনেক বেড়ে গেছে৷

কানাডার রাজনীতিতে বিষয়টি অত্যন্ত গুরুত্ব পাচ্ছে৷ আগামী অক্টোবরে অনুষ্ঠাতব্য নির্বাচনেও এটির প্রভাব পড়তে পারে৷সমীক্ষা জানাচ্ছে ক্যানাডার বাসিন্দাদের মধ্যে এই ভাবনা ক্রমশ বাড়ছে যে দেশটিতে অনেক বেশি অভিবাসী রয়েছে৷ 

ক্যানাডা সরকারের নতুন পরিকল্পনার বিষয়ে মাইগ্রেন্ট রাইটস নেটওয়ার্ক সেক্রেটারিয়েটের মুখপাত্র সাঈদ হোসেন বলেন, আমরা অভিবাসীদের অধিকার ইস্যুতে ক্যানাডার ইতিহাসের সবচেয়ে জঘন্য পশ্চাদপসরণ দেখতে পাচ্ছি৷ স্থায়ী অভিবাসীর সংখ্যা কমানোটা অভিবাসীদের উপর সরাসরি আঘাত৷ এটি তাদেরকে অস্থায়ী থাকতে বা অনিবন্ধিত হতে বাধ্য করবে যা তাদেরকে আরো শোষণমূলক চাকরি করতে বাধ্য করবে৷

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কার্যালয় থেকে অবশ্য এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি৷

গত আগস্টে দেশটির অভিবাসনমন্ত্রী মার্ক ম্যিলার জানিয়েছিলেন যে ক্যানাডার নাগরিকরা এমন কোনো অভিবাসন পদ্ধতি চান না যেটা নিয়ন্ত্রণ সম্ভব নয়৷

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram