আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলার মাঠে মাঠে এখন কৃষকের সোনালী স্বপ্ন বাতাসে দোল খাচ্ছে। সোনালী ধানের শীষে ভরে উঠেছে মাঠ। সেই সাথে রঙিন হয়ে উঠছে প্রান্তিক চাষিদের স্বপ্ন। মাঠ জুড়ে এখন সোনালী স্বপ্নের ছড়াছড়ি।
চলতি মাস থেকে উপজেলার কৃষকরা ধান কাটা শুরু করেছেন। মধ্যবর্তী কার্তিক পুরোদমে রোপা-আমন কাটা-মাড়াই শুরু করবেন তারা। চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া থাকায় অন্যান্য বছরের চেয়ে রোপা-আমন আবাদ ভালো হয়েছে। আশানুরূপ ফলনের সম্ভাবনাও রয়েছে।
উপজেলার ৫টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার মাঠগুলোতে যতদূর চোখ যায় চারদিকে শুধু সোনালী ফসলের সমারোহ। পুরো মাঠ যেন সোনালী রঙে সেজেছে। মাঠে গেলে বাতাসের দোলে মন-প্রাণ জুড়িয়ে যায়। চলতি মৌসুমে মাঠে অন্য সব বছরের চেয়ে ধানের শীষ ভালো হয়েছে। আশা করা হচ্ছে এবার ধানের বাম্পার ফলন হবে।
উপজেলার নাগদহ গ্রামের কৃষক স্বপন চৌধুরী বলেন, চলতি রোপা-আমন মৌসুমে আবহাওয়া অনুকূল ও বড় ধরনের বন্যা নেই বললেই চলে এবং বিদ্যুৎ এর লোড শেডিং না থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে।
একই গ্রামের ইদ্রিস আলী, ইসলাম মোল্লা, হাসান ইমাম, নুরুজ্জামান সহ অনেকেই বলেন, প্রাকৃতিক কোন ধরনের দুর্যোগ না হলে আশানুরূপ ফলনের সম্ভাবনা রয়েছে।
উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ বলেন, আটঘরিয়ায় চলতি রোপা-আমন মৌসুমে কৃষি বিভাগ থেকে কৃষকদের সব ধরনের পরামর্শ দেয়া হয়েছে। তাই ফসল ভরা মাঠ সোনালী রঙে রঙ্গীন হয়েছে। উপজলায় চলতি মৌসুমে প্রায় ৮ হাজার ১২৫ হেক্টর জমিতে রোপা-আমন চাষ হয়েছে।