সুজন হোসেন রিফাত, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রামের নিজবাড়িতে মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে যুক্তরাজ্য থেকে ফিরে বিএনপি নেতাকর্মীদের সাথে এক আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা ও যুক্তরাজ্যের বিশিষ্ট আইনজীবী বিএনপি নেতা ব্যারিস্টার শহীদুল ইসলাম বলেন, নমিনেশন পাই বা না পাই, মাতৃভূমির স্বার্থে উন্নয়ন করে যাবো। আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আমারা ইংল্যান্ডে বসেও কন্ঠ তুলেছি।
তিনি বলেন, আমি মাদারীপুর-২ আসনের নমিনেশন চাইবো, দল যদি আমাকে যোগ্য মনে করে, নমিনেশন দেয় আমি কাজ করবো, এমনকি দল যদি অন্য কাউকেও নমিনেশন দেয় আমি যেহেতু দলের একজন কর্মী আমি তার জন্যও কাজ করবো।
তিনি আরোও বলেন, নমিনেশন পাই বা না পাই আমি মাদারীপুর, রাজৈর ও মাতৃভূমির স্বার্থে উন্নয়ন কাজ অব্যাহত রাখবো। আমার অগ্রাধিকার থাকবে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার। সন্ত্রাস দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কাজ করবো। মাদকের বিরুদ্ধে অভিযান থাকবে, মাদকের জন্য অনেকের পরিবার আজ ধংসের পথে। গত পনের বছর আওয়ামী সরকার মাদারীপুরে ক্ষমতায় ছিলো, আমাদের রাজৈরে ঐরকম দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি। বিএনপি যদি আমাকে নমিনেশন দেয়, তবে সর্বপ্রথম আমি রাজৈরের উন্নয়নে কাজ করবো।