প্রতিপক্ষের মাঠ হলেও বোর্নমাউথের বিপক্ষে ম্যানসিটির সহজ জয়টাই ছিলো প্রত্যাশিত। কারণ-দুই দলের সবশেষ ১৪ বারের দেখায় সব ক’টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছিলো সিটি। অন্যদিকে, আর সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির বিপক্ষে টানা ২১ ম্যাচে জয়ের দেখা পায়নি বোর্নমাউথ।
ভাইটালিটি স্টেডিয়ামে, ম্যাচের নবম মিনিটেই আন্তোনিও সেমেনোরের গোলে লিড পায় বোর্নমাউথ। প্রথমার্ধে ১-০ তে এগিয়ে থেকে ম্যাচের ৬৪ মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ইভানিলসনের গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। যদিও দ্বিতীয়ার্ধের শুরুতে গোল শোধের সহজ সুযোগ হাতছাড়া করেন ফিল ফোডেন। এরপর ৮২ মিনিটে ভার্দিওল ব্যবধান কমালেও শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল।
সব মিলিয়ে ২১ ম্যাচ পর সিটির বিপক্ষে জয়ের দেখা পেলো বোর্নমাউথ। এদিকে, প্রিমিয়ার লীগে ৩২ ম্যাচে অপরাজিত থাকার পর হারের মুখ দেখলো ম্যানসিটি।