আজ ৫ নভেম্বর, ২০২৪। সারাবিশ্ব যখন যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে মনোযোগ দিয়েছেন, ঠিক তখন দেশটিতে একটি বিশেষ ধরনের নিলামের আয়োজন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের চুল বিক্রির জন্য নিলামে তোলা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
নিউইয়র্ক-ভিত্তিক গার্নসির নিলাম ঘরের সভাপতি আর্লান এটিঙ্গার বলেছেন, ‘আমরা আমেরিকান ইতিহাসের সাথে সম্পর্কিত সবচেয়ে ঐতিহাসিক ও দুর্লভ বস্তুর একটি নিলাম পরিচালনা করছি, যা পূর্বে কখনই বিক্রির জন্য আসেনি’।
নিলামে উঠেছে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের শয়নকক্ষের আসবাবপত্র। যেমন: লিঙ্কনের ব্যবহার করা খাট, মার্কিন পতাকা ইত্যাদি। তবে, সবচেয়ে কৌতূহলোদ্দীপক আইটেমগুলোর মধ্যে একটি হলো ওয়াশিংটনের চুলের স্ট্র্যান্ড। তিনি ১৭৯৯ সালে মারা যান।
প্রায় ২শ’ বছরের বেশি সময় পর সেগুলো বিক্রির জন্য নিলামে তোলা হয়েছে। ওয়াশিংটনের চুলের স্ট্র্যান্ডগুলো সংরক্ষণের জন্য পারিবারিক বন্ধুকে দেয়া হয়েছিলো, প্রজন্মের পর প্রজন্ম ধরে চুলগুলো সংরক্ষণের পর অবশেষে এসেছে নিলামে।
এছাড়াও ১৮৬৫ সালে আব্রাহাম লিঙ্কন যখন মারা যান, তখন তাকে সমাধিস্থ করার সময় লিংকনের কফিনে আঁকা হয়েছিলো একটি পতাকা। সেটিও নিলামে তোলা হয়েছে।
নিলাম ঘরের সভাপতি আর্লান এটিঙ্গার বলেন, পতাকা-চুল, এইসব দুর্লভ বস্তুগুলো বিক্রির জন্য দাম ধরা হয়েছে ৮ লাখ থেকে ১ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার।