মার্কিন ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, তার ঘোষিত মিলিয়ন ডলারের পুরস্কার আসলে একটি ধোঁকাবাজি।
অ্যারিজোনার বাসিন্দা জ্যাকলিন ম্যাকএফার্টি টেক্সাসের অস্টিন ফেডারেল আদালতে মামলাটি দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, মাস্ক এবং তার সংস্থা আমেরিকা পিএসি ভুয়া প্রলোভন দেখিয়ে সমর্থন পিটিশনে সই করিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজয়ীদের এলোমেলোভাবে (র্যান্ডমলি) বেছে নেওয়া হবে। তবে আসলে বিজয়ীদের পূর্বে বাছাই করে রাখা হয়েছিল।
মামলায় আরও উল্লেখ করা হয়েছে, এই লটারির মাধ্যমে মাস্ক এবং তার সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ প্রচারণা চালিয়ে নিজের স্বার্থসিদ্ধি হাসিল করেছেন। অভিযোগে বলা হয়, এই প্রক্রিয়ার মাধ্যমে মাস্ক ব্যক্তিগত তথ্য যেমন নাম, ঠিকানা এবং ফোন নম্বর সংগ্রহ করেছেন যা তিনি পরবর্তীতে বিক্রি করতে পারেন।
এর আগে, ফিলাডেলফিয়ার জেলা অ্যাটর্নি ল্যারি ক্রাসনারের পক্ষ থেকে মাস্কের লটারিটি বন্ধ করার অনুরোধ জানানো হলেও আদালত তা প্রত্যাখ্যান করে। আদালতের এই সিদ্ধান্তটি প্রতীকী ছিল, কারণ মাস্ক ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, তিনি আর কোনো পুরস্কার বিতরণ করবেন না।
মামলাটিতে যারা মাস্কের এই পিটিশনে সই করেছিলেন তাদের সবার জন্য ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।