সিরিয়ার দুই অঞ্চলে অন্তত ৯টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর) দেশটির কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, সিরিয়ায় মার্কিন নাগরিকদের ওপর চালানো কয়েকটি হামলার জবাবে দেশটিতে অবস্থিত ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিভিন্ন ঘাঁটিতে হামলা করা হয়েছে।
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, সিরিয়ায় আইএসআইএসের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে তারা। গত অক্টোবর মাসের শেষ সপ্তাহে সিরিয়ায় বিমান হামলায় ৩৫ জন আইএসআইএস সদস্য নিহত হয়েছেন।
ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে মিশন পরিচালনায় অংশীদার বাহিনীকে সহায়তা করার জন্য সিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ৯০০ জন সদস্য রয়েছে। গত ফেব্রুয়ারীতে, জর্ডানে একটি ড্রোন হামলায় তিন মার্কিন সেনা সদস্য নিহত হয়। এই আক্রমণের প্রতিক্রিয়া হিসাবে সিরিয়ায় ইরান-সমর্থিত মিলিশিয়া সাইটগুলিতে ব্যাপক আক্রমণ শুরু করে মার্কিন সেনা সদস্যরা।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর, ইসরায়েলে হামাসের হামলার পর থেকে ইরান-সমর্থিত যোদ্ধারা যারা হামাসের সাথে মিত্রতা রাখে, তারা ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে ব্যাপক ড্রোন এবং রকেট হামলা চালিয়েছে।