চীনের দক্ষিণাঞ্চলের ঝুহাই শহরের গুয়াংডংয়ে শরীরচর্চার সময় বেপরোয়া গাড়ির চাপায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আকস্মিক এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪৩ জন। স্থানীয় পুলিশ জানিয়েছে, ৬২ বছর বয়সী গাড়িচালক ফ্যান বিবাহবিচ্ছেদের জেরে মানসিক চাপে ছিলেন। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার রাত ৮টার দিকে তাদের ওপর গাড়ি চালিয়ে দেয়ার এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের দেয়া এক বিবৃতিতে জানানো হয়, রাত ৮টার দিকে ঝুহাইয়ের স্পোর্টস সেন্টারে শরীরচর্চারত নাগরিকদের ওপর গাড়িটি উঠে গেলে ৪০ জনেরও বেশি আহত হয়। পরে তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, অভিযুক্ত ফ্যান তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন। তবে পুলিশ তাকে ধরে ফেলে। ওই চালকের পারিবারিক নাম ফ্যান বলে জানা গেছে। তবে এটি হামলা নাকি দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। তবে, প্রাথমিকভাবে জানা যায়, বিবাহবিচ্ছেদের কারণে অর্থ জটিলতায় বেশ চাপে ছিলেন তিনি।
ঘটনার পর অনলাইনে প্রকাশিত সর্ট ভিডিওতে দেখা যায়, আশপাশের মাঠে আহত হয়ে শুয়ে আছেন অনেক মানুষ। জুতাগুলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আহতদের মধ্যে অনেকেই স্থানীয় দুটি ফিটনেস ওয়াকিং গ্রুপের ইউনিফর্মসহ ক্রীড়া পোশাকেও ছিলেন।