ঢাকা
২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৫০
logo
প্রকাশিত : নভেম্বর ১৪, ২০২৪

১৯ বছরের ছোট ছেলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন আমিশা

ক্যারিয়ারের শুরুতে চূড়ান্ত সফল হওয়ার পরও একসময় প্রচারের আলো থেকে দূরে সরে যান বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। বলিতারকারা অনেক সময়ই প্রথাগত পড়াশোনা ছেড়ে অভিনয় জগতে পা রাখেন। সেক্ষেত্রে আমিশা প্যাটেল ব্যতিক্রম। বলিউডে আসার আগে তিনি তার শিক্ষা সম্পূর্ণ করেছিলেন। আবার ঠিক সে কারণেই ক্যারিয়ারের শুরু থেকে তাকে বিশেষ একটি প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে বারবার। সম্পতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গ ফের উত্থাপন করেন অভিনেত্রী।

‘কহো না প্যার হ্যায়’খ্যাত অভিনেত্রী বলেন, ইন্ডাস্ট্রিতে পা রাখার পর সাংবাদিকদের তরফে একটাই প্রশ্ন আসত— আপনার কি নিজেকে এখানে বেমানান মনে হয় না? দীর্ঘ দুই দশক পার করে দিয়েছেন বলিউডে। ক্যারিয়ারের শুরুতেই জনপ্রিয়তা পেলেও মাঝে চূড়ান্ত ব্যর্থতা দেখছেন অনেক। এবার কি জীবনসঙ্গী পেলেন অভিনেত্রী? এ মুহূর্তে পঞ্চাশের কোঠায় আমিশা প্যাটেল। চর্চিত প্রেমিকের বয়স নাকি ৩০। দুবাই থেকেই জানালেন মনের মানুষকে খুঁজে পেলেন অমিশা।

আমিশা প্রথমে আমেরিকার বস্টনে বায়ো ইঞ্জিনিয়ারিং পড়তে শুরু করেছিলেন। কিন্তু তা শেষ না করে বদলে ফেলেন বিষয়। স্নাতক হন অর্থনীতিতে। পড়াশোনা শেষে বিদেশে চাকরিও পেয়েছিলেন। কিন্তু দেশে ফিরে তিনি জুড়ে যান নাট্যাভিনয়ের সঙ্গে। শুরু হয় অভিনেত্রী হয়ে ওঠার প্রস্তুতি। একের পর এক ছবিও করেছেন একটা সময়ে। সাফল্য এসেছে। আবার ব্যর্থতাও এসেছে বারবার। মাঝে একবার আর্থিক প্রতারণায় নামও জড়ায় তার। কিন্তু এত বছর বলিউডে থাকলেও কোনো দিন কোনো নায়কের সঙ্গে নাম জড়ায়নি তার। এবার তাকে দেখা গেল দুবাইয়ে শিল্পপতি নির্বাণ বিড়লার সঙ্গে।

আমিশাকে বাহুডোরে আগলে রেখেছেন নির্বাণ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন— আমার ডার্লিংয়ের সঙ্গে সুন্দর একটা সন্ধ্যা। পাল্টা নির্বাণও লিখেছেন—‘ডার্লিং’।

এতেই যেন শুরু হয়েছে নেটিজেনদের মাঝে গুঞ্জন। তবে কি সম্পর্কে সিলমোহর দিলেন দুজনে! যদিও নির্বাণ ও আমিশার বয়সের পার্থক্য অনেকটাই। অভিনেত্রীর বয়স যেখানে ৪৯, নির্বাণ মাত্র ৩০। নেটিজেনরা ইতোমধ্যে অভিনেত্রীকে শুভেচ্ছাবার্তা দিতে শুরু করেছেন। কিন্তু আমিশা এ প্রসঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram