শাহাজাদা এমরান, কুমিল্লা: কুমিল্লা নগরী ও বিভিন্ন পৌর এলাকায় আবাসিক লাইন সংযোগে গ্যাসের চরম সংকট দেখা দিয়েছে। যার ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে গ্রাহকদের। দীর্ঘদিন আবাসিক বাড়িতে গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। কয়েকবার গ্যাস সংযোগ দেওয়ার কথা বলেলেও আওয়ামী লীগ সরকারের আমলে সেটা দিতে পারেনি। এবার আবাসিক বাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এমনই তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। তবে তা কতটুকু কার্যকর হবে সে আশায় দিন গুনছে গ্রাহকরা।
জানা যায়, আবাসিক বাড়িতে গ্যাস সংযোগের পাশাপাশি কুমিল্লার শিল্পপ্রতিষ্ঠানগুলো অনেক দিন ধরে চাহিদা অনুযায়ী গ্যাসের পর্যাপ্ত সরবরাহ পাচ্ছে না। এতে উৎপাদন খাতে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইতিমধ্যে অনেক ইপিজেডের কয়েকটি কারখানা বন্ধ হয়েও গেছে। নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ না থাকলে ভবিষ্যতে তা শিল্প খাতে বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে। আবার আবাসিক গ্যাস সংযোগ বৈধ উপায়ে বন্ধ থাকলেও অধিকাংশ গ্রাহক অবৈধ উপায়ে নিয়েছে। এ ছাড়া প্রায় প্রতিটি পুরনো গ্রাহকেরই বার্নার সংখ্যা বেড়েছে। এতে গ্যাস বিতরণ কোম্পানিগুলো রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলেও জানান গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি।
কাপ্তান বাজারের বাসিন্দা সানজিদা বলেন, নতুন বাসা করেছি। এখনো গ্যাস সংযোগ দিতে পারলামনা। আবেদনও করে রেখেছি। অফিস থেকে বলে অর্ডার আসলে নাকি আমারটাই প্রথম চালু করে দিবে। গ্যাস ছাড়া শহরে বাস করা কঠিন।
টমসমব্রীজ এলাকার প্রফেসর আবদুস সাত্তার বলেন, বাড়ি করেই রেখেছি, গ্যাসের সকল লাইনও লাগানো আছে। শুধু সংযোগের অপেক্ষায় আছি। কবে সংযোগ হবে আর এ সমস্যা থেকে পরিত্রাণ পাব।
কুমিল্লা ইপিজেড এর ব্যবসায়ী সালাউদ্দিন মিয়া বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতির বড় জায়গা ছিল জ্বালানি খাত। স্বচ্ছতা না থাকায় এ খাতে অনেক অলিগার্ক তৈরি হয়েছে। আর ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ ব্যবসায়ীরা। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবদার রাখব, যাতে করে গ্যাস সংযোগ দিয়ে দেয়।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কুমিল্লা কার্যালয়ের ব্যবস্থাপক পরিচালক আনোয়ারুল ইসলাম বলেন, আবাসিক গ্যাস সংযোগের বিষয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট নজর দিয়েছে। এখনও সংযোগের বিষয়ে সিদ্ধান্ত হয়নি কিছু প্রস্তাবনা পেয়েছে। আগে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত আসুক।