ব্যাটারদের ব্যর্থতায় বড় হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করল সফরকারী বাংলাদেশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) শেষ হওয়া ম্যাচের পঞ্চম দিনে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২০১ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
এদিন ৩৩৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৯ উইকেটে ১৩২ রান করার পরই থেমে যায় টাইগারদের ইনিংস। দিনের প্রথম সেশনের মাত্র ৭ ওভারেই হাতে থাকা দুই উইকেট হারায় বাংলাদেশ। আর আঘাত পেয়ে মাঠ ছাড়েন শরিফুল ইসলাম। এতেই ২০১ রানের বড় ব্যবধানে হেরে সিরিজ শুরু করলো বাংলাদেশ। আর জয়ের মাধ্যমে সিরিজে ১-০তে এগিয়ে গেল ক্যারিবিয়ানরা।
আগের দিনের সাত উইকেটে ১০৯ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে দিনের দ্বিতীয় ওভারেই বিদায় নেন হাসান মাহমুদ। আলজারি জোসেফের অফস্টাম্পের সামান্য বাইরে রাখা বলে ডিফেন্স করতে গেলে ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষক জশুয়া ডি সিলভার হাতে। ১২ বল খেলে রানের খাতা খুলতে পারেননি হাসান।
জাকের এক প্রান্ত আগলে এগিয়ে যাওয়ার চেষ্টা চালান। কিন্তু খুব বেশিদূর আগাতে পারেননি তিনিও। আলজেরি জোসেফের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। ফ্লিক করতে গিয়ে লাইন মিস করে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন জাকের। ৫৮ বলে ৫টি চারের সাহায্যে ৩১ রান করেন তিনি।
এরপর তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম হারের ব্যবধান কমানোর চেষ্টা করেন। তবে আলজেরির জেডেন সিলসের বলে শরিফুল মাথায় আঘাত পেলে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে আসেন। মাঠে ফিজিও ঢুকে প্রাথমিক চিকিৎসা দিলেও আর কোনো ঝুঁকি নেননি তারা। এতেই শেষ হয় বাংলাদেশের ইনিংস।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে জাস্টিন গ্রেভসে সেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে ৪৫০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৯ উইকেট হারিয়ে ২৬৯ রানে বাংলাদেশও ইনিংস ঘোষণা করে।
১৮১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদের তোপে ১৫২ রানে অলআউট হয় ক্যারিবিয়ানরা। ৬৪ রান খরচায় ৬ উইকেট শিকার করেন তাসকিন। ম্যাচসেরা হয়েছেন প্রথম ইনিংসে ১১৫ রান করা জাস্টিন গ্রেভস।