ঢাকা
২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১০:৪৩
logo
প্রকাশিত : নভেম্বর ২৮, ২০২৪

বঙ্গোপসাগরে মায়ানমার নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি জেলে আহত

কক্সবাজার প্রতিনিধি: বঙ্গোপসাগরে মাছ ধরার সময় মায়ানমার নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি এক জেলে আহত হয়েছেন। বুধবার (২৭ নভেম্বর) দুপুরের দিকে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ জেলে মোহাম্মদ এরশাদ টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের গলাচিপায় থাকেন। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলায়। সেন্টমার্টিন ইউপি সদস্য সৈয়দ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার সকালে দ্বীপের বাসিন্দা আলী জোহারের মালিকানাধীন একটি ট্রলারে ছয় জেলে সাগরে মাছ শিকারে যান। এক পর্যায়ে তারা সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগরের মায়ানমারের কিছুটা অভ্যন্তরে ঢুকে পড়েন। এ সময় দেশটির নৌবাহিনীর সদস্যরা ওই জেলেদের ধাওয়া দেন। এক পর্যায়ে নৌ সদস্যরা জেলেদের লক্ষ্য করে গুলি চালায়। এতে এক জেলে গুলিবিদ্ধ হন। তবে ট্রলারের অন্য জেলেরা অক্ষত রয়েছেন।

বিজিবি'র টেকনাফ ২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ ইশতিয়াক মুর্শেদ বলেন, সাগরে মাছ ধরার সময় বাংলাদেশি একটি ট্রলারের জেলেরা ভুলক্রমে মায়ানমার জলসীমার কিছুটা অভ্যন্তরে ঢুকে পড়েন। এ সময় দেশটির নৌ-সেনারা ট্রলারটি লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে এক জেলেকে গুলিবিদ্ধ হন। এ ব্যাপারে বিস্তারিত খোঁজ খবর নেয়া হচ্ছে বলে তিনি জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram