বলিউড থেকে হলিউডে জায়গা পাওয়া অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার এখন বিশ্বজোড়া খ্যাতি। তিনি এখন ‘দেশি গার্ল’ নামে পরিচিত। তার স্বপ্ন ছিল অন্য রকম। তিনি চাননি কখনো অভিনেত্রী হতে। কাঁদতে কাঁদতে প্রিয়াংকা বলেছিলেন, আমি ছবিতে কাজ করতে চাই না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথাই জানালেন অভিনেত্রীর মা মধু চোপড়া।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, অভিনয়ে নাকি কোনো আগ্রহই ছিল না অভিনেত্রী প্রিয়ংকা চোপড়ার। এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও অভিনয় শুরু করেছিলেন তিনি। তামিল ছবি ‘থামিজহান’-এ বিজয়ের বিপরীতে প্রথম অভিনয় করেন প্রিয়াংকা। কিন্তু মোটেই খুশি ছিলেন না অভিনেত্রী।
প্রথম ছবির বিষয় নিয়ে মা মধু চোপড়া বলেন, প্রিয়াংকা ছবিতে অভিনয় করতে চায়নি। একজনের মাধ্যমে দক্ষিণ ভারতের ছবি থেকে প্রস্তাব পায়। আমি যখন ওকে ছবির প্রস্তাবের কথা বলেছিলাম— ও কেঁদে ফেলেছিল। প্রিয়াংকা তখন কাঁদতে কাঁদতে বলেছিল— আমি ছবিতে কাজ করতে চাই না। মধু চোপড়া বলার পরেই প্রিয়াংকা সেই দক্ষিণী ছবিতে অভিনয় করতে রাজি হয়। মধু বলেন, শুটিং শুরু হওয়ার পর সেই ছবির কাজ ওর ক্রমশ ভালো লাগতে শুরু করে। ভাষা না জানলেও কাজটি উপভোগ করতে শুরু করে। টিমের সবাই প্রিয়াংকাকে খুব সম্মান করত।
তবে প্রিয়াংকার স্বপ্ন ছিল, বড় হয়ে তিনি মনোবিদ অথবা ‘অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার’ হবেন। মেয়ের সম্পর্কে অকপট মধু চোপড়া বলেছিলেন— অনেকেই প্রিয়াংকার কাছে ছবির প্রস্তাব নিয়ে আসত। কিন্তু ওর কোনো আগ্রহ ছিল না। পড়াশোনাটাই মন দিয়ে করতে চাইত। ও পড়াশোনায় খুবই মনোযোগী ছিল। কিন্তু সৌন্দর্য প্রতিযোগিতায় খেতাব জেতার পর মায়ের কথা শুনেই অভিনয়ে মন দেয় বলে জানান প্রিয়াংকার মা মধু চোপড়া।