ঢাবি প্রতিনিধি: আগামীকাল শুক্রবার বিকাল ৪টায় সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও এর সাথে জড়িতদের বিচার এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ চার ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ শেষে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।
এছাড়াও, সংসদে জরুরি অধিবেশন ডেকে কোটা সংস্কার সংক্রান্ত আইন পাশ পাশের আহ্বান জানান তারা।
এ দিন বিকেল ৫টা নাগাদ পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় দখলে নেয় শিক্ষার্থীরা। এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন তারা।
শাহবাগ মোড়ে পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল এদিন। তবে, শুরুতে বাধা দিলেও আন্দোলনকারীদের চাপে পুলিশ সরে যায়।
এদিকে বিকেল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ কারণে পুরো এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করে।
প্রসঙ্গত, এক দফা দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। দাবিটি হলো– সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে নূন্যতম (সর্বোচ্চ ৫ শতাংশ) পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে।