রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভার এলাকায় সংঘর্ষের সময় গুলিবিদ্ধ অবস্থায় সিয়াম নামের এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে মারা গেছেন। বুধবার (১৭ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহতের খালাতো ভাই রাসেল তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।
জানা গেছে, নিহত সিয়াম যাত্রাবাড়ীর মাতুয়াইলে বসবাস করতেন। তিনি গুলিস্তানের এক ব্যাটারির দোকানে কর্মরত ছিলেন। তার বাড়ি ভোলার চরফ্যাশন এলাকায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিহত সিয়ামকে তার খালাতো ভাই অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। কিন্তু হাসপাতালের গেটে এসে বুঝতে পারেন সিয়াম মারা গেছেন। এরপর মরদেহ নিয়ে চলে যান তারা।
এছাড়া, রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় সংঘর্ষে শিশু, ছাত্র, সাংবাদিক ও পুলিশসহ আহত ৫৬ জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।