ঢাকা
২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৫০
logo
প্রকাশিত : আগস্ট ৯, ২০২৪
আপডেট: আগস্ট ৯, ২০২৪
প্রকাশিত : আগস্ট ৯, ২০২৪

কেন্দ্রীয় শহিদ মিনারে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শ্রদ্ধা

শপথ গ্রহণের মধ্যে দিয়ে বৃহস্পতিবার ১৭ জনের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। শপথ গ্রহণের পরদিন শুক্রবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বাকি উপদেষ্টা মণ্ডলী। এরপর সেখান থেকে তারা গিয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। বেলা ১১ টা ২০ মিনিটে ভাষা শহিদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা।

এদিন সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান ড. মুহাম্মদ ইউনূস। এ সময় বৃষ্টি হলেও তার মধ্যেই পুষ্পস্তবক অর্পণের পর শহিদদের স্মরণে তিনি কিছু সময় দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।

প্রধান উপদেষ্টার পর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন অন্তর্বর্তী সরকারের অন্য উপদেষ্টারা। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের অন্য উপদেষ্টারা। পরে ড. মুহাম্মদ ইউনূস পরিদর্শন বইয়ে সই করেন।

এর আগে বৃহস্পতিবার নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ জনের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। তারা হলেন, ১. সালেহ উদ্দিন আহমেদ ২. ড. আসিফ নজরুল ৩. আদিলুর রহমান খান ৪. হাসান আরিফ ৫. তৌহিদ হোসেন ৬. সৈয়দা রেজওয়ানা হাসান ৭. মো. নাহিদ ইসলাম ৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন ১০. সুপ্রদীপ চাকমা ১১. ফরিদা আখতার ১২. বিধান রঞ্জন রায় ১৩. আ.ফ.ম খালিদ হাসান ১৪. নুরজাহান বেগম ১৫. শারমিন মুরশিদ ১৬. ফারুকী আযম।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram