মোহাম্মদ তাওকীর ইসলামের ওয়েব সিরিজ ‘শাটিকাপ’-এ অভিনয় করেছেন রাজশাহীর একদল তরুণ। সিরিজটির মতো তাঁরা এবার বাস্তবেও প্রশংসা পাওয়ার মতো কাজ করে দেখালেন।
শনিবার মধ্যরাত পেরিয়ে ৩টার দিকে রাজশাহীর এক গলিতে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন সিরিজটির অভিনেতা ও কলাকুশলীরা। আকাশ বিন ওসামা ব্যাগটিতে লাথি মারেন।
ভেবেছিলেন খালি ব্যাগ, লাথি মেরে বুঝতে পারেন ব্যাগে ভারী কিছু আছে। খুলে দেখেন টাকার বান্ডিল ও একটি রহস্যজনক কাপ। গুনে দেখেন ১৭ লাখ ৯২ হাজার টাকা আছে সেখানে। পরে তাঁরা সিদ্ধান্ত নেন, টাকাগুলো সরকারি কোষাগারে পৌঁছে দেবেন।
সবাই মিলে থানায়ও যান। এ সময় সঙ্গে ছিলেন আসিফ, রিফাত, রিংকু, সজলসহ আরো অনেকে। শেষ পর্যন্ত টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছেন তাঁরা।
রাজশাহীর আঞ্চলিক গল্প নিয়ে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির ওয়েব সিরিজ ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’-এ যুক্ত ছিলেন মাহফুজ প্রদীপ, আকাশ বিন ওসামা, রিফাত বিন মানিকরা।
তাদের সঙ্গে ছিলেন সামাজিক কল্যাণে কাজ করা আরও কিছু তরুণ। তারা এখন মানুষের কাছে বাহবা পাচ্ছেন। সব সময় তারা মানুষের পাশে থাকতে চান।