স্টাফ রিপোর্টার: বনানী স্টুডেন্ট কমিউনিটি এবং এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে বনানী বিদ্যানিকেতন স্কুল মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের স্মরণে মোমবাতি প্রজলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ সন্ধ্যায় হাজারো শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে আয়োজনটি শুরু হয়।
০৪ আগস্ট আন্দোলনে যেয়ে রাজধানীর ফার্মগেটে শহীদ হন গোলাম নাফিস। নাফিসের বাবা তার ছেলেকে স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আমার ছেলে সকালে আমার থেকে ২০ টাকা নিয়ে গেছে, পতাকা কিনবে বলে। সেই পতাকা মাথায় বেঁধে ছেলে আন্দোলনে যায় সেটা আমরা জানতাম না । ৪ আগস্ট দুপুর থেকে অনেক খোঁজাখুঁজি করি। রাতে আমার ছেলের বিধ্বস্ত লাশ হাসপাতালের মর্গে পাই। এভাবেই বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন নাফিসের বাবা।
এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এহসানুল আজিম বলেন, নির্মমভাবে শিক্ষার্থীদের মেরে ফেলা হলো। তাদের হারানোর বেদনায় আজ আমাদের আকাশ ভারী। আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন।
অনেক শিক্ষার্থী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজের শিক্ষকদের কাছে দাবি তোলেন যেন শহীদ নাফিসের নামে কোন একটা বিল্ডিং এর নামকরণ করা হয়।