ঢাকা
১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ৯:২৫
logo
প্রকাশিত : আগস্ট ২৪, ২০২৪
আপডেট: আগস্ট ২৪, ২০২৪
প্রকাশিত : আগস্ট ২৪, ২০২৪

বিচারপতি মানিক সম্পর্কে যা বললেন ইভ্যালির এমডি রাসেল

সিলেটে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হয়েছেন সাবেক বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিক। শুক্রবার (২৩ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে আটক হন তিনি। মানিক আটক হওয়ার পর তাকে কটাক্ষ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল।

রাত ১টা ৩৫ মিনিটে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া স্ট্যাটাসে রাসেল লিখেছেন, 'আমাদের চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য (মানিক) পেয়েছিল অঢেল টাকা। তার ড্রাইভারকে জিজ্ঞেস করে দেখুন। অনেক মানসিক কষ্ট পেয়েছিলাম এই লোকটার জন্য। কিছু বলতে ইচ্ছে করে না। যেদিন সকল দেনা পরিশোধ করব সেদিন বলব। এতটুকু বলতে পারি পৃথিবীর কোন রাষ্ট্রে যেন আল্লাহ এর মত কাউকে না পাঠায়।'

অবশ্য রাসেল তার ফেসবুক পোস্টে সরাসরি বিচারপতি মানিকের নাম উল্লেখ না করলেও তার দিকেই ইঙ্গিত করেছেন। এই স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণ আগে পৃথক এক পোস্টে মানিকের আটক হওয়ার ছবি শেয়ার করেছিলেন তিনি।

২০১৮ সালে ইভ্যালি প্রতিষ্ঠা করেছিলেন মোহাম্মদ রাসেল। বিভিন্ন লোভনীয় অফারে পণ্য বিক্রির জন্য জনপ্রিয়তা পেলেও অনেক সমালোচনাও সৃষ্টি করে প্রতিষ্ঠানটি। বিশেষ করে নানারকম ডিসকাউন্ট অফারের কথা বলে অগ্রীম টাকা নিয়েও যথাসময়ে পণ্য ডেলিভারি দিতে ব্যর্থ হওয়ায় ইভ্যালির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠতে শুরু করে। এরপর ২০২১ সালের সেপ্টেম্বরে এক গ্রাহকের দায়ের করা অর্থ আত্মসাতের একটি মামলায় গ্রেপ্তার হয়ে জেলে যান মোহাম্মদ রাসেল। তার স্ত্রী শামীমা নাসরিনকেও গ্রেপ্তার করা হয়েছিল। পরে বন্ধ হয়ে যায় ইভ্যালি। এতে লাখ-লাখ গ্রাহক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়। পরে আওয়ামী লীগ সরকার একটি বোর্ড গঠন করে ইভ্যালি পরিচালনার উদ্যোগ নেয়, যেখানে বিচারপতি মানিককে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় এবং ব্যবস্থাপনা পরিচালকের পদে বসানো হয় সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলনকে। মিলনের দায়িত্ব নেওয়ার বিষয়টি বেশ ইতিবাচক সাড়া জাগায়।

ইভ্যালির নানা দিক তখন সামনে আসে। ই-কমার্স সংশ্লিষ্টরা দেখতে পান, গ্রাহকের কাছ থেকে অগ্রীম অর্থ নিয়ে ইভ্যালি মূলত তা ব্র্যান্ডিং এবং প্রমোশনের জন্য ব্যয় করেছে। আত্মসাৎ বা পাচারের কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। বিভিন্ন জায়গায় স্পন্সর করেই খরচ হয়েছে বিশাল অঙ্কের টাকা। সেসময় ইভ্যালি প্রতিষ্ঠাতা রাসেলের ধারণা ছিল, ব্র্যান্ড ভ্যালু তৈরির পর ইভ্যালি লাভজনক রূপ নিয়ে সব গ্রাহকের প্রাপ্য বুঝিয়ে দেবে। যদিও তার এই ধারণায় অনেক ভুলত্রুটি ছিল বলে তিনি নিজেও স্বীকার করেছেন। এরপর সরকার যখন ই-কমার্স নীতিমালা করে ক্যাশ অন ডেলিভারির বাধ্যবাধকতা দিয়ে দেয়, তখন ইভ্যালির সেবায় পরিবর্তন আনা হয়েছিল। কিন্তু এরমধ্যেই মামলা হয়ে জেলে যেতে হয় রাসেলকে। অস্তিত্ব সংকটে পড়ে ইভ্যালি।

রাসেল জেলে থাকাকালীন সময়ে বিচারপতি মানিক চেয়েছিলেন ইভ্যালির অবসায়ন হোক। অর্থাৎ প্রতিষ্ঠানটির সীমিত সম্পদ যা কিছু আছে, তা বিক্রি করেই কয়েকজন গ্রাহকের পাওনা বুঝিয়ে দেওয়া হোক। অন্যদিকে অন্তর্বর্তী এমডি মাহবুব কবির মিলন চেয়েছিলেন ইভ্যালির ব্যবসা চালু থাকুক। কারণ চালু থাকলে একসময় প্রতিষ্ঠান ঘুরে দাঁড়াবে। পুরনো গ্রাহকরা ধীরে ধীরে তাদের পাওনা বুঝে পাবেন। এখন সেই আঙ্গিকেই কার্যক্রম পরিচালনা করছে ইভ্যালি। ২০২২ সালের অক্টোবরে রাসেলের স্ত্রী শামীমা নাসরিন মুক্তি পেলে তাদের হাতে দায়িত্ব বুঝিয়ে দিয়ে পদত্যাগ করে মানিক বোর্ড। এছাড়া ২০২৩ এর ডিসেম্বরে মোহাম্মদ রাসেল জেল থেকে মুক্তি পান। এখন তিনি পুনরায় এমডির দায়িত্ব নিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করছেন। ইতোমধ্যে বেশকিছু গ্রাহকের পাওনা ফিরিয়ে দিয়েছে ইভ্যালি। সবার পাওনা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন রাসেল।

বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিককে 'কালো প্রাণী' আখ্যা দিয়ে মোহাম্মদ রাসেল লিখেছেন, 'আমি নাকি ৪৮০০০ কোটি টাকা আত্মসাৎ করেছিলাম। আল্লাহ এমন প্রাণী আর পৃথিবীতে না পাঠাক। আমি অত্যন্ত দুঃখিত। এটার চেয়েও বড় কথা ছিল (এবারের আন্দোলনে) সব ছাত্র নাকি রাজাকার।' রাসেল আরও দাবি করেছেন, মানিকের কারণে ইভ্যালির গ্রাহকদের ১২ কোটিরও বেশি পণ্য নষ্ট হয়েছিল।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram