ঢাকা
২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৮:২৭
logo
প্রকাশিত : আগস্ট ২৭, ২০২৪
আপডেট: আগস্ট ২৭, ২০২৪
প্রকাশিত : আগস্ট ২৭, ২০২৪

ইনু আটকে নিজ এলাকায় উল্লাস, শাস্তি দাবি

জাসদ সভাপতি হাসানুল হক ইনু আটকের খবরে উল্লাস করছেন তার নিজ এলাকার মানুষ। ছবিতে আগুন দিয়েছেন তারা। ইনুর শাস্তির দাবির পাশাপাশি তার দোসরদেরও গ্রেফতারের দাবি জানান এলাকাবাসি।

দেশের রাজনীতিতে আলোচিত নাম জাসদের একাংশের সভাপতি হাসানুল হক ইনু। আওয়ামী লীগের দয়ায় নৌকা প্রতীক নিয়ে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে টানা তিনবার সংসদ সদস্য ছিলেন তিনি। ছিলেন দুই দফায় তথ্যমন্ত্রীর দায়িত্বে। সবশেষ ৭ জানুয়ারীর নির্বাচনে নৌকা প্রতীক নিয়েও পরাজিত আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থীর কাছে।

সোমবার ইনুর আটকের খবরে আনন্দ প্রকাশ করেছেন জেলার মানুষ। সন্ধ্যায় মিছিল করে তারা আগুন দিতে থাকে ইনুর ছবিতে।

এলাকাবাসি বলছে, এমপি-মন্ত্রী হয়েও এলাকায় কোন কাজ করেননি ইনু। জড়িত ছিলেন কেবল খুন-খারাবির সঙ্গে। তার অত্যাচারে সব সময় ভীত সন্ত্রস্ত থাকতেন সাধারণ মানুষ।

১৫ বছরে ইনুর ডান হাত হিসেবে বিভিন্ন ধরণের অপকর্ম করে গেছেন জেলা জাসদ সভাপতি আব্দুল আলীম স্বপন ও তার ভাই চাঁদগ্রাম ইউপি চেয়ারম্যান তপন। তাদেরও বিচার চান স্থানীয়রা।

বিএনপি নেতারা বলছেন, হাসানুল হক ইনু পতিত স্বৈরাচার হাসিনার প্রধান দোসর। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনসহ নানা অভিযোগ আছে। সব অভিযোগের তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদেরও।

লুটপাট করে, গরীবের হক মেরে ও স্কুল-কলেজের টাকা আত্মসাৎ করে বিপুল সম্পদের মালিক হয়েছেন ইনু।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram