ঢাকা
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৫৩
logo
প্রকাশিত : অক্টোবর ২৮, ২০২৪

চার মাস ধরে স্থবির পিএসসি, হতাশায় চাকরিপ্রার্থীরা

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর কার্যত স্থবির হয়ে পড়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। জুলাই অভ্যুত্থানের কারণে স্থগিত হওয়া বিসিএসসহ অন্য চাকরির নিয়োগ ও পদোন্নতি পরীক্ষাগুলো এখনো শুরু করতে পারেনি কমিশন। এর ফলে কয়েক লাখ চাকরিপ্রার্থী চরম হতাশায় দিন কাটাচ্ছেন। পিএসসি পুরোপুরি সচল না হওয়ায় তাদের শঙ্কা আরও বাড়ছে।

প্রশ্ন ফাঁসের অভিযোগের পর গত ৮ জুলাই থেকে অচল হয়ে পড়ে পিএসসি। এ ছাড়া সরকার বদলের পর বর্তমান সময় পর্যন্ত প্রায় চার মাসে কোনো বিসিএসের পরীক্ষা নেওয়া হয়নি বা ফল প্রকাশ হয়নি। সব মিলে প্রায় চার মাস হতে চলল পিএসসির গতি নেই।

গত ৮ জুলাই পিএসসির অধীনে অনুষ্ঠিত বিসিএস প্রিলিমিনারি, লিখিতসহ গত ১২ বছরে গুরুত্বপূর্ণ ৩০টি পরীক্ষার প্রশ্ন কয়েকটি চক্র ফাঁস করেছে বলে সংবাদ প্রচার করে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। একই সময়ে অনুষ্ঠিত পরীক্ষাগুলো বাতিলের দাবিও তোলেন অনেকে। প্রচারিত সংবাদের পরিপ্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে পিএসসি। সেই কমিটির তদন্ত প্রতিবেদন গত ১১ সেপ্টেম্বর প্রকাশিত হয়। এই প্রতিবেদনে জানানো হয়, প্রশ্ন ফাঁসের প্রমাণ কমিশন পায়নি। অভিযোগ ওঠা ও তদন্ত প্রতিবেদন প্রকাশের সময়ে কোনো বিসিএসের ফল প্রকাশ বা পরীক্ষা হয়নি। পরে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়।

সরকারের পতনের পর গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠানের প্রধানেরা পদত্যাগ করেন আবার কাউকে সরিয়েও দেওয়া হয়। এরই ধারাবাহিকতায়, গত ৮ অক্টোবর পিএসসির ওই সময়ের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন পদত্যাগ করেন। চেয়ারম্যানের পাশাপাশি কমিশনের ১২ জন সদস্যও ওই দিন সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন।এর পরদিন পিএসসির চেয়ারম্যান ও সভাপতি হিসেবে অধ্যাপক মোবাশ্বের মোনেমকে নিয়োগ দেয় সরকার। একই সঙ্গে পিএসসির চার সদস্যকে নিয়োগ দেওয়া হয়। তারা হলেন নূরুল কাদির, মো. আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্যা ও মো. নাজমুল আমীন মজুমদার।

পিএসসি সূত্র জানায়, এখন ৪৪তম বিসিএসের ভাইভা স্থগিত আছে, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা দেখার কার্যক্রম আটকে আছে। এ ছাড়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত আছে।

পিএসসি দফায় দফায় বিজ্ঞপ্তিতে দুটি বিসিএসের পরীক্ষা স্থগিত করে। এই দুই বিসিএস হচ্ছে ৪৪ ও ৪৬তম বিসিএস। ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে আর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষাও স্থগিত করা হয়েছে। কবে শুরু হবে, সে তথ্য জানানো হয়নি।

৪৪তম বিসিএসের ভাইভা ও ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার অপেক্ষায় থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, নিয়োগকে কেন্দ্র করে দেশজুড়ে যে বৈপ্লবিক পরিবর্তন এসেছে, সেই চাকরির কথাই যেন সবাই ভুলে গেছে। ৪৩-এর গেজেট আটকে আছে, ৪৪-এর ভাইভা আধাখেঁচড়া হয়ে আছে, ৪৫-এর লিখিত পরীক্ষার ফল ও ৪৬-এর লিখিত পরীক্ষার তারিখ হিমঘরে। নিয়োগ পরীক্ষাকে ভয়াবহ অনিশ্চয়তা ঘিরে ধরেছে। আমরা কি পিএসসিকে নিয়ে হতাশার বৃত্ত থেকে বের হতে পারব না?

৪৪তম বিসিএসের আরেক ভাইভা প্রার্থী বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পিএসসির সব কার্যক্রম স্থবির হয়ে আছে। ৪৪তম বিসিএসের স্থগিত ভাইভা কবে নাগাদ শুরু হবে তার কোনো হদিস নেই। এমন পরিস্থিতিতে আমরা বেকাররা দিন দিন হতাশায় নিমজ্জিত হচ্ছি। পরীক্ষার শিডিউল না থাকায় স্বাভাবিক পড়াশোনায় বিঘ্ন ঘটছে। আমরা এই অচলাবস্থা থেকে মুক্তি চাই।

এদিকে পিএসসি বলছে, প্রশ্ন ফাঁসের অভিযোগের পর সরকারের পট পরিবর্তন—সব মিলে পিএসসিকে নতুন করে গতিশীল করতে কিছুটা সময় লাগবে। তারাও এ নিয়ে বিপাকে পড়েছেন। এ ছাড়া স্থগিত থাকা বিসিএস পরীক্ষাগুলোর বিষয়ে সরকারি সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে পিএসসি। এ জন্য নতুন করে পরীক্ষার তারিখ দেওয়া হয়নি।

পিএসসির নতুন চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেন, পিএসসি এখন কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না। কমিশনে সিদ্ধান্ত নিতে হলে ছয়জন সদস্য প্রয়োজন, তাহলে কোরাম পরিপূর্ণ হয়। আশা করছি, দ্রুত আরও অন্য সদস্যদের নিয়োগ দেওয়া হবে। তারপর কীভাবে দ্রুত পিএসসিকে গতিশীল করা যায় তা ঠিক করা হবে।

জানতে চাইলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস বলেন, তিন বিসিএসের বিষয় নিয়ে কাজ করছি। দ্রুত সমাধানের বিষয়ে ও গতি আসার বিষয়ে সিদ্ধান্ত আসবে।

এ দিকে নাম প্রকাশ না করার শর্তে পিএসসির একজন নীতি নির্ধারক বলেন, প্রথমে প্রশ্ন ফাঁসের অভিযোগে তোলপাড় হওয়ায় ও তদন্ত প্রতিবেদন না আসায় পিএসসি অপেক্ষা করেছিল। আবার যখন তদন্ত প্রতিবেদন তৈরি হলো পিএসসি নতুন গতি পাবে পাবে ভাব, তখন সরকার বদল হলো। পিএসসিতেও বড় বদল হল। এ নিয়ে পিএসসি বিপাকে পড়েছে। আশা করছি সমাধান হবে। কিছুটা সময় লাগবেই।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram