হিলি প্রতিনিধি: শুল্ক প্রত্যাহারের পর ও দীর্ঘ ১৯মাস ১০দিন পর দিনাজপুরেরর হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে ভারত থেকে দুটি ট্রাকে ৯০টন চাল আমদানির মধ্য দিয়ে বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়। আজ আরও বেশ কয়েকট্রাক চাল আমদানি হবে।
সাইরাম ইন্টারন্যাশনাল নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান চালগুলো আমদানি করেন।
আমদানিকারকরা বলছেন, আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে চালের দাম কমে আসবে। সবশেষ গতবছরের ৩০শে মার্চ হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি হয়।
হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক সিরাজুল ইসলাম বলেন, গতকাল আইপি পাওয়ার পর ঋণপত্র খোলা হয় এরপর আজ থেকে বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। প্রতি মেট্রিকটন চাল আমদানি হচ্ছে ৪১০ মার্কিন ডলারে। পর্যায়ক্রমে চালের আমদানি আরো বাড়বে।
উদ্ভিদ সংগনিরোধের তথ্য মতে, হিলি স্থলবন্দরের ১০জন আমদানিকারক সাড়ে ১২হাজার টন চাল আমদানির আইপি পেয়েছেন।